সমাজতান্ত্রিক সমাজ গঠনের অজস্র প্রকারভেদ ও পদ্ধতি সত্ত্বেও এই নতুন জীবনজয়ের পথযাত্রী সকল দেশের পক্ষে কৃষির সমাজতান্ত্রিক রূপান্তর যে কয়েকটি অবশ্য অনসতব্য নিয়মের একটি, মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবোত্তীর্ণ রাশিয়ার বৈপ্লবিক অভিজ্ঞতা মার্কসবাদ-লেনিনবাদের সেই সিদ্ধান্তকেই সত্যায়িত করে।
গ্রামাঞ্চলে সমাজতন্ত্র নির্মাণের পথ ও পদ্ধতি লেনিনের বিস্ময়কর সমবায় পরিকল্পনায় ব্যাখ্যাত। তিনি কৃষিসমস্যাকে প্রলেতারীয় বিপ্লব ও প্রলেতারীয় একনায়কত্বজাত সাধারণ প্রশ্নের অনুষঙ্গ হিসাবে লক্ষ্য করেছিলেন। অক্টোবর বিপ্লবের আগেই লেনিন তাঁর লিখিত একটি কৃষিকর্মসূচিতে প্রলেতারীয় একনায়কত্বাধীন শ্রমিক শ্রেণী ও কৃষকের মৈত্রী ব্যতিরেকে যে বিপ্লবে জয়লাভ ও সমাজতন্ত্র নির্মাণ সম্ভব নয় তার যাথার্থ্য প্রমাণ করেন।
সমবায় সম্পর্কে মার্কস ও এঙ্গেলসের ধারণাবলী সম্প্রসারণক্রমে লেনিন সমবায়কেই কৃষকের সমাজতন্ত্রে উত্তরণের সরলতম, সহজতম এবং সংগম পন্থা হিসাবে চিহ্নিত করেন। তিনি কৃষকের খামারগগুলির সমাজতান্ত্রিক রূপান্তরে সমবায়ের ভূমিকা তত্ত্বীয়ভাবে সত্যায়নক্রমে সমবায় পরিকল্পনার বাস্তব প্রয়োগের মূল নীতিমালা নির্ধারণ করেন। লেনিনের সমবায় পরিকল্পনা সমাজতন্ত্র নির্মাণের এক উল্লেখ্য অনুষঙ্গ।…
কৃষির সমাজতান্ত্রিক রূপান্তর
ভ্লাদিমির স্তানিস
(তত্ত্ব ও প্রয়োগ)
প্রগতি প্রকাশন
মস্কো
অনুবাদ : দ্বিজেন শর্মা
অঙ্গসজ্জা: ইয়া. মালিকভ
ВЛАДИМИР ФРАНЦЕВИЧ СТАНИС
СОЦИАЛИСТИЧЕСКИЕ ПРЕОБРАЗОВАНИЯ СЕЛЬСКОГО ХОЗЯЙСТВА
На языке бенгали
© বাংলা অনুবাদ · প্রগতি প্রকাশন
সোভিয়েত ইউনিয়নে মুদ্রিত
প্রকাশকাল : ১৯৭৮
C-640-78
014(01)-78