১৯০৮ সালের ৮ জুন থেকে ১৩ জুন পর্যন্ত অন্তিম পর্বে বিচারের রায় পড়ে শোনাবার পর-
জজ কর্নডাফ্: তোমার কিছু বলার আছে?
ক্ষুদিরাম: আমাকে একটা কাগজ কলম দিলে বোমাটা এঁকে দেখিয়ে দিতে পারি। বোমা সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই।
বিচারক: না, তা হতে পারে না।
ক্ষুদিরাম: দেশের তরুণদের জন্য বোমা তৈরি সম্বন্ধে কিছু বলতে চাই।
সন্ত্রস্ত বিচারক: ওহ, নো, নেভার। তোমাকে কিছু বলতে দেওয়া হবে না।
খুব ভোরে উঠে ¯ স্ন্যান সেরে নিয়ে এবং মা কালীর চরণামৃত খেয়ে নিয়ে ক্ষুদিরাম প্রস্তুত হয়ে বসে আছে।
জেল অধিকর্তা তার সঙ্গীদের নিয়ে হাজির হতেই ক্ষুদিরাম তাঁর সেল থেকে বেরিয়ে উচ্চারণ করলেনÑ ‘বন্দেমাত্রম’। পরিচিত দু’চার জনকে দেখে হাসলেন। তারপর ধীরে অথচ দৃঢ় পদক্ষেপে ফাঁসির মঞ্চে উঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেল। তাঁর ভাবভঙ্গি দেখে জল্লাদের চোখেও জল এসে গেল। অথচ ক্ষুদিরাম তখন হাসছেন।
এরপর ক্ষুদিরাম-এর হাত দুটো পেছন দিক থেকে বেঁধে দেওয়া হলো। একটা সবুজ রঙের টুপি দিয়ে তার ঘাড় পর্যন্ত ঢেকে দেওয়া হলো। শেষে ফাঁসির দড়িটা তাঁর গলায় পরিয়ে দেওয়া হলো। জেলা শাসক রুমাল নেড়ে ইঙ্গিত করলেন। সঙ্গে সঙ্গে জল্লাদ একটা হাতলে চাপ দিল, ক্ষুদিরামের দেহটা নিচে নেমে গেল। একবার… দু’বার… দড়িটা নড়ে উঠল।
জয়তু বিপ্লবী ক্ষুদিরাম বসু
জীবনকে মানুষের কল্যাণে ব্যয় করার মহান আদর্শ-চরিত তরুণ প্রজন্মের কাছে কতোটা তুলে ধরা হয়? একমাত্র ক্যারিয়ার গড়া জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য নয়; মূল লক্ষ্য মানুষের জন্য সাম্য-ভালোবাসার পৃথিবী গড়াÑ এজন্য মানুষ হিসেবে নিজের ঐতিহাসিক দায়িত্ব-কর্তব্য যথাযথ সম্পাদন করা- এক্ষেত্রে আমরা কি করছি!
ক্ষুদিরামের আত্মবলিদান আমাদেরকে দেশপ্রেম শিক্ষা দেয় এবং এই শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য সামনে রেখে ‘ক্ষুদিরাম বসু’ বইটি সংকলন করার প্রয়াস।
‘ক্ষুদিরাম বসু’ জীবনীমূলক এই বইটি-বিভিন্ন লেখকের লেখা নিয়ে সাজানো হয়েছে। এই লেখাগুলোর বানানরীতি ওইসমস্ত বই ও লেখা অনুসারে রাখা হয়েছে।
লাবণী ম-ল এই বইটি সংকলনের কাজের জন্য নিরলস পরিশ্রম করেছেন, তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
সতর্কতা সত্ত্বেও এই বইতে তথ্যগত এবং মুদ্রণজনিত অসঙ্গতি থেকে যাওয়া অস্বাভাবিক নয়, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। সচেতন পাঠক কোনো ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে।
শেখ রফিক
২০ জানুয়ারি ২০২২
ক্ষুদিরাম বসু
প্রকাশক : বিপ্লবীদের কথা প্রকাশনা
২ কমরেড মণি সিংহ সড়ক, মুক্তি ভবন নিচ তলা
(কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়) পুরানা পল্টন, ঢাকা-১০০০
সেল: ০১৭২৬-১২৩৫৫০
স্বত্ব : বিপ্লবীদের কথা
প্রকাশকাল : প্রথম প্রকাশ ২০১৩, দ্বিতীয় মুদ্রণ ২০১৫
পরিমার্জিত সংস্করণ, ফেব্রুয়ারি ২০১৭ ও ২০২২
প্রচ্ছদ : মেহেদী বানু মিতা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৮৬৭৫-৩৮-০
মূল্য: ২০০ টাকা
Reviews
There are no reviews yet.