জাপানের বিরুদ্ধে মহান প্রতিরোধ সংগ্রামে আমাদের বিজয়ের পর কুড়িটি বৎসর অতিবাহিত হইল।
জাপানী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চীনের জনগণ, চীনা কমিউনিষ্ট পার্টি এবং কমরেড মাও সে তুঙ-এর নেতৃত্বে যে সুদীর্ঘ ও বীরত্বপূর্ণ সংগ্রাম পরিচালনা করিয়াছিল তাহাতে তাহাদের চূড়ান্ত বিজয় লাভ ঘটিয়াছিল দুই দশক আগে। সেই সময়ে জাপানী সাম্রাজ্যবাদীরা চেষ্টা করিয়া ছিল চীনকে পদানত করিতে এবং সমগ্র এশিয়া মহাদেশকে গ্রাস করিয়া ফেলিতে।
জার্মান, জাপান ও ইতালীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে সমগ্র পৃথিবীব্যাপী যে যুদ্ধ সংঘটিত হইয়াছিল চীনা জনগণের প্রতিরোধ সংগ্রাম তাহার একটি গুরুত্বপূর্ণ অংশ । সমগ্র পৃথিবীর জনগণ ও ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহের নিকট হইতে চীনা জনগণ সমর্থন লাভ করিয়াছিল। অপরপক্ষে সমগ্রভাগে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে বিজয়লাভের ক্ষেত্রে চীনা জনগণ গুরুত্বপূর্ণ অবদান যোগাইয়াছে।
গত একশত বৎসর ধরিয়া- চীনা জনগণ যে অসংখ্য সাম্রাজ্যবাদ- বিরোধী সংগ্রাম পরিচালনা করিয়াছে, জাপানের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের বিজয়ই সেইগুলির মধ্যে প্রথম পূর্ণাঙ্গ বিজয়। যুদ্ধের ইতিহাসে চীনা জনগণের বিপ্লবী সংগ্রামের ইতিহাসে এবং সাম্রাজ্যবাদী আক্রমণের বিরুদ্ধে পৃথিবীর নির্যাতিত জাতিসমূহের সংগ্রামের ইতিহাসে এই বিজয় এক অতীব গুরুত্বপূর্ণ স্থান দখল করিয়া আছে।
এই যুদ্ধে একটি দুর্বল আধা-ঔপনিবেশিক এবং ‘আধা-সামন্তবাদী দেশ একটি শক্তিশালী সাম্রাজ্যবাদী দেশের বিরুদ্ধে বিজয়ী হয়। জাপানী…
গণযুদ্ধের বিজয় দীর্ঘজীবী হউক
(জাপানের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ সংগ্রামের বিজয়ের বিংশতিতম বার্ষিকী স্মরণোৎসব উপলক্ষে)
৩রা সেপ্টেম্বর, ১৯৬৫
লিন পিয়াও
প্রকাশক : রফিক সন্যামত
পদ্মা প্রকাশনী
হাটখোলা রোড, ঢাকা-৩
মূল্য : এক টাকা
মুদ্রাকর : নূরপুর আর্ট প্রেস,
১৪, আকমল খান রোড, (বাবু বাজার), ঢাকা-১