প্রাগৈতিহাসিক মানুষের গল্প বলার ও শোনার প্রবণতা চিরন্তন। গুহা জীবনে যখন জীবন ও জীবিকা ছিল ঘোর অনিশ্চয়তায় পরিপূর্ণ, সেদিনও অন্ধকার অরণ্যতলে স্তিমিত আলোছায়ার সম্মুখে বসে মানুষ তার কাহিনী শুনবার এক নিগূঢ় আগ্রহকে বার বার প্রশ্রয় দিয়েছে। সে কাহিনী শুনেছে দুঃসাহসী শিকারের, প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ উলংঘনের এবং অনুকূল সূর্যের। সেই সব কাহিনী লোকের মুখে মুখে শাখায়িত এবং পল্লবিত হয়েছে -আর জন্ম নিয়েছে রূপকথা, পৌরাণিক কাহিনী, প্রাণীবাচক লোককাহিনী ইত্যাদি—এ-সবের জন্মলগ্নে মানুষের দুর্লভ হৃ্যতার এবং অবাধ কল্পনার সীমান্তকে সশ্রদ্ধায় স্মরণ করতে হয়।
এসব প্রাচীন ভারতীয় সাহিত্যে পঞ্চতন্ত্র, কথাসরিৎসাগর, স্মৃতিকথাসংগ্রহ, হিতোপদেশ, জাতক কাহিনী, বেতাল পঞ্চবিংশতি প্রভৃতি কাহিনীমালা বহুদিন ধরে মানুষের মধ্যে অখণ্ড জনপ্রিয়তা অর্জন করেছিল। কাহিনী সেদিনের শিশুমনকে যেমন দিয়েছিল দুর্লভ ঐশ্বর্য, তেমনি লোকশিক্ষা ও লোকচরিত্র নির্মাণে এগুলো কাজ করেছিল সমুজ্জ্বল আলোক- বর্তিকার অসামান্য ভূমিকায়। পৃথিবীর ঐতিহ্যবান সকল দেশেই কাহিনী- ভাণ্ডারের যে বিপুল সম্বৃদ্ধি দিনের পর দিন উন্মোচিত হয়ে চলেছে, তার মূলে রয়েছে লোকজীবনের কাহিনী শুনবার অফুরন্ত উৎসাহ-উদ্দীপনা, তার উৎস নিহিত আছে আদিম থেকে আধুনিক মানুষের কাহিনীর প্রতি অবিসংবাদিত আকর্ষণের বিবর্তনময় ইতিহাসে। আসলে যুগে যুগে বিচিত্র- ধর্মী কাহিনীর মধ্যেই মানুষ নিবিড় করে নিজেকে জানতে চেয়েছে— অনাবিল আনন্দে আবিষ্কার করতে চেয়েছে তার মানস-প্রকৃতিকে ও তার সার্বিক প্রতিকৃতিকে।
গল্প বিচিত্ৰা
সম্পাদক : ডক্টর মযহারুল ইসলাম
GALPA BICHITRA
By Dr. Mazharul Islam
প্রকাশক : মোঃ ওহিদউল্লাহ
ষ্টুডেন্ট ওয়েজ
বাংলাবাজার, ঢাকা
প্রথম সংস্করণ : ১৯৫৯
দ্বিতীয় সংস্করণ : ফেব্রুয়ারী : ১৯৬৯
দ্বিতীয় সুলভ-সংস্করণ :জুন ১৯৬৯
প্রচ্ছদপট : কালাম মাহমুদ
মুদ্রণে : এম. চৌধুরী
রিপাবলিক প্রেস
২. কবিরাজ লেন, ঢাকা
মূল্য : আট টাকা মাত্র
Reviews
There are no reviews yet.