শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা কবি পাবলো নেরুদার জন্ম ১৯৪০ সালে, লাতিন আমেরিকার সুদূর চিলিতে এক রেল-শ্রমিক ও স্কুল-শিক্ষিকার ঘরে। অল্প বয়সেই কবিতা লিখে, কাব্যগ্রন্থ প্রকাশ করে খ্যাতি অর্জন করেন। অতঃপর এক বিচিত্র-জটিল ও বর্ণাঢ্য জীবনযাপনে প্রবৃত্ত হলেন৷ চিলির কনসাল হিসেবে নেরুদা কাজ করেন রেঙ্গুনে, মেসিকোয়। অন্যতম কূটনীতিক হিসেবে স্পেনে। সফর করেন দূরপ্রাচ্য-চীনে, ভারতে, জাপানে, জভি’য় ; ভ্রমণ করেন আমেরিকার যুক্তরাষ্ট্র। বিশ্ব-শান্তি আন্দোলনের অন্যতম নেতা হিসেবে সফর করেন সারা য়ীরাপ। সারা জীবন নেরুদা অন্য সকল মানুষের চেয়ে বেশি করে অন্যায় ও হিংসার বিরুদ্ধে, মানুষের সামাজিক ও তাত্মিক বন্দিদশার প্রতিবাদে সংগ্রাম করে এসেছেন। একদা স্পেনের গৃহযুদ্ধে প্রজাতন্ত্রী দেশপ্রেমিকদের সঙ্গে অস্ত্র হাতে ছিলেন তিনি, স্প্যানিস শরণার্থীদের জন্যে লাতিন আমেরিকায় সাহায্য তহবিল সংগঠিত করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বছরগুলিতে মেক্সিকোর রাস্তায়-দেয়ালে দেয়ালে স্তালিনগ্রাদবিষয়ে নিজ কবিতার অনুলিপি সেঁটে বেড়িয়েছেন, শোরাখানি মজুরদের ভোটে নির্বাচিত হয়েছেন সেনেটে আর যখন আধা- ফাশিস্ত একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হল চিলিতে তখন রাজনৈতিক কারণে দেশ ছাড়তে হল নেরুদাকে৷ সম্প্রতি নেরুদা আরও একবার নিজ নাগরিক শৌর্যের পরিচয় দিয়েছেন। দেশের সমগ্র বামপন্থী শক্তির মিলিত প্রার্থী সাল্ভাদোর আল্লেন্দের প্রেসিডেন্ট- পদে নির্বাচন সুনিশ্চিত করার জন্যে ওই পদের প্রার্থী হিসেবে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি৷
এই কর্মবহুল জীবনযাপনের ধাপে ধাপে কবি হিসেবে পাবলো নেরুদার বিবর্তনও চমকপ্রদ । নিজ কবিতায় য়ুরোপীয় সারিয়েলিসম, সিম্বলিসম ও বাস্তববাদের বিচিত্র প্রভাবের মিশ্রণ ঘটিয়েছেন তিনি ও তাকে আত্মস্থ করেছেন৷ তবু কবি- জীবনের সূচনায় নেরুদা ছিলেন কাব্য-প্রকরণের প্রতিভাবান উদভাবকমাত্র, প্রায়শই নেতিবাদ ও আত্মমুখ খেয়ালি-কল্পনার চারণ। পরে স্পেনের গৃহযুদ্ধে প্রচণ্ড নাড়া খেয়ে এবং চিলির দেশপ্রেমিক অধিবাসী ও দুনিয়াজোড়া ফাশিস্ত-বিরোধী সংগ্রামে কমিউনিস্ট যোদ্ধা হিসেবে নিজ কাব্যে পূর্বোক্ত নন্দনতাত্বিক প্রভাব বহুলাংশে কাটিয়ে উঠতে সমর্থ হলেন। ফলে, বিচ্ছিন্ন বিচিত্তা থেকে ক্রমে তাঁর উত্তরণ ঘটল সহমর্মী পক্ষপাতে, কাব্য-গ্রকরণ বিষয়ে প্রায় নিরঙ্কুশ মনঃসংযোগ থেকে সামাজিক কাব্য বস্তু সম্পর্কে মৌল দায়িত্ববোধে৷…
গাবলো নেরুদার কবিতা
মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়
প্রকাশ ভবন, ঢাকা
প্রকাশনাঃ এম, আব্দুল হক
প্রকাশ ভবন
৫, বাংলা বাজার, ঢাকা-১
মুদ্রণ : জাগৃতি মুদ্রায়ণ
৫৫, কলুটোলা, ঢাকা–১
প্রথম প্রকাশ : অক্টোবর-১৯৭৩
দাম এক : টাকা