১৯৫৭ থেকে ১৯৮৫ – প্রায় তিন দশকের কথা। এই তিন দশকে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে ঘটেছে নানা তাৎপর্যপূর্ণ ঘটনা। ৫০-এর শেষে যে বিতর্কের শুরু আজও তার শেষ হয়নি। শেষ হওয়ার কথাও নয় ৷ ইতিমধ্যে পরিস্থিতির নিরন্তর পরিবর্তন ঘটছে – পুরানো বিষয়ের সাথে যুক্ত হচ্ছে নোতুন বিষয়, নোতুন বিতর্ক বিতর্কের প্রকৃতিতে নোতুন উপাদান সংযুক্ত হচ্ছে। এ অবস্থায় পরিবর্তন ঘটেছে—মূল্যায়নের-তত্ত্বায়নের, যাকে গতকাল বলা হয়েছে ভুল, আজ তাকে বলা হচ্ছে শুদ্ধ। এমনিতরো ঘটনা।
এরূপ প্রেক্ষাপটে, বিভ্রান্তির কালো মেঘ যেমন আছে, তেমনি আছে পথ খুঁজে নেয়ার উজ্জ্বল আর দুরন্ত আকাংখা। প্রস্তরীভূত চিন্তা আর সংস্কার ভাঙছে, মুক্ত চিত্তে ‘বিশ্ব ঠিক যেমন, তেমন করে দেখা’র আর ‘বাস্তবের মধ্যে সত্য সন্ধানে’র অপ্রতিরোধ্য দ্বান্দ্বিক প্রবণতা মাথা তুলে দাঁড়াচ্ছে । সাম্প্রতিক আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে এই প্রবণতাই পরিস্থিতির প্রধান দিক। এই পরিপ্রেক্ষিতে, ব্যর্থতায় আবর্জনাকে দু’পায়ে দলে সঠিক মূল্যায়নের উপর দাঁড়িয়ে সঠিক পথে অগ্রবর্তী হওয়ার যে ঐতিহাসিক প্রয়াস-প্রচেষ্টা আর উদ্যোগ- আয়োজন দেশে দেশে চলছে, তাকে সহায়তা করার জন্যই ‘৫৭ সালের ‘ঘোষণা’ আর ‘৬০ সালের ‘বিরতি’ প্রকাশ করা হলো।
– আনিসুর রহমান
সমাজতান্ত্রিক দেশগুলির
কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টিগুলির
ঘোষণা [১৯৫৭]
মস্কোয় অনুষ্ঠিত একাশিটি কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টির
মহাসম্মেলনের বিরতি [১৯৬০]
প্রকাশক : আনিসুর রহমান
প্রকাশকাল : জুন, ১৯৮৫
প্রাপ্তিস্থান : গণ-প্রকাশন
৫৯. ইসলামপুর, ঢাকা-১
নন্দন প্রকাশন
বিএমএ ভবন, তোপখানা রোড, ঢাকা-২
মৃদ্রণ : কপোতাক্ষী মুদ্রায়ণ
আবদুল হাদী লেন, ঢাকা-২
মূল্য : আট টাকা পঞ্চাশ পয়সা