দেশমাতৃকা ভারতের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের পাশাপাশি অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেছেন। সেই স্বাধীনতা সংগ্রামে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের বিপ্লবীরা অগ্রণী ভূমিকা পালন করে। বিপ্লবী কল্পনা দত্ত এ চট্টগ্রামেরই বিপ্লবী।
চট্টগ্রাম থেকে ব্রিটিশদের বিতাড়িত করার জন্য যে সমস্ত বিপ্লবী-পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, সেই সমস্ত ইতিহাসের প্রত্যক্ষদর্শী ও স্বাক্ষী কল্পনা দত্ত।
‘চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা’ বইটিতে তিনি চট্টগ্রামের বিপ্লবী দলের কিছু ঘটনা ও বেশ কয়েকজন বিপ্লবীর স্মৃতিকথা তুলে ধরেছেন।
সোনালি অতীত-ইতিহাস-ঐহিত্য, স্বাধীনতা সংগ্রামের বীরগাথা, অসংখ্য সংগ্রামী-বিপ্লবীদের আত্মত্যাগ- এ তরুণ প্রজন্ম কতটুকুই বা জানে? তাদের চেতনায় দেশপ্রেম আসবেই বা কি করে? জানা-বোঝার অস্পষ্টতা দিয়ে আর যাই হোক দেশপ্রেমের প্রকৃত চেতনা সৃষ্টি হয় না।
এই বইটি সেই গৌরবগাথা ইতিহাসেরই অংশ, যা তরুণ প্রজন্মের একান্তভাবে জানা দরকার। সেই লক্ষ্যকে সামনে রেখেই ‘বিপ্লবীদের কথা প্রকাশনা’ থেকে বইটি পুনঃমুদ্রণ করা হল।
‘চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা- কল্পনা দত্ত’ বইটি ১৯৪৬ সালের জানুয়ারি মাসে ভারতের কমিউনিস্ট পার্টির বঙ্গীয় প্রাদেশিক কমিটি প্রথম প্রকাশ করে।
ইংরেজ আমলে নিষিদ্ধ বিভিন্ন বইয়ের সংকলন নিয়ে ১৯৯৭ সালের ১৫ই আগস্ট ‘ইংরেজ শাসনে বাজেয়াপ্ত বই’ নামক একটি গ্রন্থ প্রকাশ করে কলকাতার ‘এশিয়া পাবলিশিং কোম্পানি’। বইটির প্রকাশক ছিলেন শ্রীমতী গীতা দত্ত। ‘চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা’ বইটি ‘ইংরেজ শাসনে বাজেয়াপ্ত বই’ থেকেই নেয়া হয়েছে।
এছাড়াও র্যাডিক্যাল, কলকাতা থেকে প্রকাশিত ‘অগ্নিযুগ গ্রন্থমালা-১: চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা’, কল্পনা দত্ত বইয়ের প্রথম র্যাডিক্যাল পরিবর্ধিত সংস্করণ থেকে অম্বিকা চক্রবর্ত্তী, অনন্ত সিং, গণেশ ঘোষ, মণি দত্ত, স্বদেশ রায়, টেগরা ও শান্তি চক্রবর্ত্তীর জীবনী থেকে নেয়া হয়েছে।
বইটির পরিশিষ্ট অংশ পূর্ণেন্দু দস্তিদারের ‘স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম’ ও ‘শত বিপ্লবীর কথা’ বই থেকে নেয়া হয়েছে। এই লেখাগুলোর বানানরীতি ওই সমস্ত বই ও লেখা অনুসারে রাখা হয়েছে।
সতর্কতা সত্তে¡ও এ বইটিতে মুদ্রণজনিত কোনো অসঙ্গতি থেকে যাওয়া অস্বাভাবিক নয়, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। সচেতন পাঠক কোনো ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে।
শেখ রফিক
অক্টোবর ২০১৪
Author: কল্পনা দত্ত (জোশী)
Publisher: বিপ্লবীদের কথা প্রকাশনা
Publication Date: ২০১৪
Reviews
There are no reviews yet.