প্রখ্যাত ইতিহাসকার সুনীল সেন তাঁর ‘পেজান্ট মুভমেন্টস ইন ইণ্ডিয়া’ (ভারতে কৃষক সংগ্রাম) বইতে লিখেছেন কৃষক সভার সাংগঠনিক পর্বে জেলাস্তরে নেতৃত্ব দানের জন্য সেই সব বিপ্লবী ব্যক্তিদেরই বেছে নেওয়া হয় যাঁরা ‘সন্ত্রাসবাদী (টেররিস্ট) জাতীয় আন্দোলন’-এর মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টিতে আসেন । বিপ্লবী বিনয় চৌধুরী, হরেকৃষ্ণ কোঙার যেমন বর্ধমানের দায়িত্বে এলেন তেমনি অন্যান্য জেলাতেও এলেন একের পর এক বিপ্লবীরা। চব্বিশ পরগণা জেলার দায়িত্বে একমাত্র প্রভাস রায়ই যোগ্য বিবেচিত হন এবং আমৃত্যু সেই দায়িত্বে অবিচল থেকে গ্রামীণ মেহনতী মানুষের সংগ্রামকে চালিত করেছেন সফলতার লক্ষ্যে। কৃষকদের সংগ্রামের সঙ্গে যুক্ত থেকেই নেতৃত্ব দিয়েছেন শ্রমিক আন্দোলনে, নিযুক্ত হয়েছেন শ্রমিক-কৃষক মৈত্রী বন্ধনের প্রচেষ্টায়—এ সত্যের সন্ধান আমরা পেয়েছি এবং তা সন্নিবিষ্ট রয়েছে আমাদের রচনায়।
শুধু জেলা কিংবা প্রাদেশিক স্তরেই নয় জাতীয় স্তরেও নীতি নির্ধারণ ও কর্মপন্থা প্রণয়নে তাঁর যৌথ ভূমিকার কথা মহম্মদ আবদুল্লাহ, রসুলের ‘এ হিস্ট্রি অব দি অল ইণ্ডিয়া কিষাণ সভা’ (সারা ভারত কৃষক সভার ইতিহাস) গ্রন্থে উল্লেখিত হয়েছে, অথচ মহাশ্বেতা দেবী সম্পাদিত ‘বর্তিকা’ পত্রিকার ‘কাকদ্বীপ তেভাগা আন্দোলন’ সংখ্যা কিংবা ‘বিশেষ তেভাগা’ সংখ্যায় সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে তাঁকে। কাকদ্বীপ তেভাগা আন্দোলনে পার্টি নিযুক্ত রাঙা ডাক্তার (ডা. পূর্ণেন্দু ঘোষ), যিনি আন্দোলনে আহত কর্মীদের আন্দোলন-স্থলেই চিকিৎসা করতেন, তাঁর একটি লেখা ‘বর্তিকা’-র ‘কাকদ্বীপ তেভাগা আন্দোলন’ সংখ্যায় আছে। ঐ লেখার একটি লাইনে তিনি লিখেছেন— ‘মধুদা, প্রভাস রায় কিংবা হাজরাদা এঁদের সম্পর্কে যা আমার জানা ছিল মৈত্রেয় (মৈত্রেয় ঘটক – ঐ সংখ্যার রূপকার) একরকম জোর করেই আমার কাছ থেকে আদায় করে নিয়েছিল।’…
চব্বিশ পরগণার শ্রমিক-কৃষক আন্দোলন
ও প্রভাস রায়
সম্পাদনা : বিশ্বমিত্র গৌতম মিত্র
শনিবার ২২শে আগষ্ট ১৯৯২ তারিখে সংখ্যাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন প্রভাস রায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা ও প্রবীণ স্বাধীনতা সংগ্রামী শ্রদ্ধেয় শ্রীবিনয় চৌধুরী
(সভাপতি, পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভা )
সম্পাদক : বিশ্বমিত্র গৌতম মিত্র
প্রচ্ছদ : বিশ্বমিত্র
প্রচ্ছদলিপি : নবদ্বীপ কুইলি
প্রভাস রায়ের ছবি ( প্রবেশক ) পিনাকী ভট্টাচার্যের সৌজন্যে ।
বামাচরণ সানি, আবুল হোসেন মোল্লার ব্লক
দেবাশীষ ঘোষ ও সনৎ কর্মকারের সৌজন্যে।
মুদ্রক : শ্রীসমর মণ্ডল
ঊষা প্রিন্টার্স
নর্থ বাওয়ালী, ২৪ পরগণা (দঃ)
পরিবেশক : পাতিরাম
কলেজ স্ট্রীট, কলিকাতা