এক
কনফ্যুশিয়াস একদা বলেছিলেন — Everything has its beauty, but not everyone sees it : সৌন্দর্যের প্রকাশ সব কিছুর মধ্যেই, কিন্তু তাকে দেখবার চোখ নেই অনেকেরই। সেদিন থেকে আড়াই হাজার বছর কেটে গেছে, ইতিহাসের পাতা থেকে রূপকথার পাতায় চালান হয়ে গেছে সম্রাট শি হুয়াং-টি, স্মরণের দিগন্তে বিলীন হয়ে গেছে হান রাজবংশের স্বর্ণযুগ। সুই, তাং, সুং রাজাদের ঐশ্বর্য, চেঙ্গিস খানের স্বর্ণ-বাহিনীর অভিযান, কুবলাই খানের শৌর্য, মিং আর মাঞ্চুদের বিলাস ব্যসন আর বিপর্যয়ের কাহিনী আজ শুধু অতীতের ইতিকথার কয়েকটি সংক্ষিপ্ত পরিচ্ছেদ। কিন্তু সেই দীর্ঘ শতাব্দীগুলোর ওপার থেকে কনফ্যুশিয়াসের কথাগুলো আজো মনের মধ্যে টুং-টাং করে ওঠে, যখনই মনে পড়ে চায়না টাউনের পুরোনো দিনগুলোর কথা।
পশ্চিমে চিৎপুর, দক্ষিণে বৌবাজার। তারই এপাশে সাবেক কালের বনেদী চায়না টাউন। বড়ো রাস্তার চলতি ট্রাম-বাস থেকে চোখে পড়ে এদিককার দু’-চারটি চীনে ডেন্টিস্টের দোকান। তাদেরই আশে-পাশে এখানে- সেখানে সরু-সরু গলি এসে পড়েছে বড়ো রাস্তার মোহানায়। তার ভেতর থেকে কখনো-সখনো বেরিয়ে আসে শার্ট-প্যান্ট পরা চীনেম্যান, উদ্দাম সাইকেলে স্কুলড্রেস-পরা চীনে স্কুলের কিশোরী, মন্থর রিক্সায় বাদাম-নয়না গৃহিণী। এ রকম চীনে দু’-চার জন। আর যারা সব বেরিয়ে আসে কিংবা ঢুকে পড়ে গলির ভেতর তারা সব মুসলমান, নয় ইহুদী, নয় তো বা ফিরিঙ্গী।…
চায়না টাউন
বারীন্দ্রনাথ দাশ
প্রথম প্রকাশ : কার্তিক, ১৩৬৫
প্রকাশক : শচীন্দ্রনাথ মুখোপাধ্যায়
বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৪ বঙ্কিম চাটুজ্জে স্ট্রীট,
কলিকাতা-১২
মুদ্রক : মন্মথনাথ পান
কে. এম. প্রেস
১/১ দীনবন্ধু লেন, কলিকাতা-৬
প্রচ্ছদ-চিত্র : দীপক দত্ত
প্রচ্ছদ মুদ্রণ : ভারত ফোটোটাইপ স্টুডিও
বাধাই : বেঙ্গল বাইণ্ডাস
দাম : চার টাকা পঞ্চাশ পয়সা মাত্র
C বারীন্দ্রনাথ দাশ
এই উপন্যাসের বিভিন্ন চরিত্র, চরিত্রের নাম (ঐতিহাসিক চরিত্রগুলি বাদে), ঘটনা প্রভৃতি নিতান্তই কাল্পনিক। কোথাও কোনো সাদৃশ্য আকস্মিক এবং অনিচ্ছাকৃত।
রচনাকাল : মার্চ ১৯৫৬ থেকে নভেম্বর ১৯৫৭