মুখবন্ধ
আছি বেশ, গৃহপালিত জীবনে দিচ্ছে হানা উপবাসী অপমৃত্যু, তবুও মিলিত আশা- অনাগত কোনো দিনের দুপাশে মেলেছে ডানা, তাই নিয়মিত সভায় মিছিলে যাওয়া আসা। আমাতে বন্ধু পায় হরতালী কারখানা, চোখে আগ্নেয় বিশ্বাস, গ্রামে জাগছে চাষা, লড়াই চলছে দূর দেশে, তবু তার আওয়াজ শুনছি ভিক্ষাভাণ্ডে এখানে ; লাগে অবাক মাঠে নিধিরাম সর্দারদের কুচকাওয়াজ । দুর্বল স্মৃতি ; বীররসে তাই কাঁপে ব্যারাক, প্রেত পণ্টন, জালিয়ানবাগ প্রয়াগ আজ,
স্বরাজে সেলামী মিলবে : প্রভুরা পেটায় ঢাক । অধুনা সরস ঘুষ জিভে, অহো ! বন্ধবাক্৷
জুন ‘৪০…
চিরকুট
সুভাষ মুখোপাধ্যায়
বিশ্ববাণী প্রকাশনী, কলকাতা-৯
প্ৰকাশক : ব্রজকিশোর মণ্ডল
বিশ্ববাণী প্রকাশনী
৭৯/১ বি, মহাত্মা গান্ধী রোড কলকাতা-
প্রথম সংস্করণ : জ্যৈষ্ঠ, ১৩৭৯
দ্বিতীয় মুদ্রণ : আষাঢ়, ১৩৮৩
মুদ্রক : রণজিৎকুমার মণ্ডল
লক্ষ্মীজনার্দন প্রেস
শিবু বিশ্বাস লেন, কলকাতা-৬
দাম : চার টাকা