বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস (চতুর্থ খন্ড), যার আরেক নাম দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ পর্ব, তার শুরু ১৯৬৯ সালে জেনারেল ইয়াহিয়ার সাধারণ নির্বাচনের ঘোষণা থেকে। তবে তৃতীয় খন্ড ও চতুর্থ খন্ড মিলিয়েই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাবলী বিবৃত হয়েছে, এই জন্যে এই দুই খন্ডের নামও দেওয়া হয়েছে প্রাক মুক্তিযুদ্ধ পর্ব এবং মুক্তিযুদ্ধ পর্ব।
আলোচ্য চতুর্থ খন্ডটি প্রকাশিত হওয়ার কথা ছিল ১৯৯০ সালের ফেব্রুয়ারী মাসে। কিন্তু দীর্ঘ এক বছর ছাপা হয়েও শুধুমাত্র বাধাইয়ের অপেক্ষায় প্রেসে পড়ে থাকে। মাত্র দু’টি জায়গায় এই সময়টায় দুটো সংযোজন করা হয়েছে। তার মধ্যে একটি ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পতাকা উত্তোলনের বিষয়টি। আমি এই সম্পর্কে সর্বশেষ তথ্য সংযোজনের চেষ্টা করেছি।
আলোচ্য মুক্তিযুদ্ধ পর্বে এমন অনেক দলিলপত্র ব্যবহার করা হয়েছে যা তথ্য মন্ত্রণালয় প্রকাশিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র’-এর ১৫ খন্ডেও স্থান পায়নি। এই কাজটি করতে গিয়ে দেখেছি, এখনো অনেক মুক্তিযুদ্ধের দলিল বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে।
এই বই লেখার সময় যার সাহায্য ও সহযোগিতা এবং প্রচুর উৎসাহ পেয়েছি, তিনি তথ্য অধিদপ্তরের উর্ধ্বতন তথ্য কর্মকর্তা মুক্তিযোদ্ধা শামসুজ্জামান চৌধুরী। আমার দুর্ভাগ্য, তিনি এই বই গ্রন্থিত দেখে যেতে পারলেন না। ৩০ মার্চ (১৯৯০) রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিন মৃত্যুকে বরণ করেন।
এই অধিদপ্তরের আরেক জন উর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের রণাঙ্গন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা হারুন-উর-রসিদ এর কাছে আমি বিশেষ ভাবে ঋণী। তাঁর স্নেহ ধন্যে এই বই লেখা সম্ভব হয়েছে। অনেক বই ও দলিল পত্রের খোঁজ এবং সংগ্রহ তাঁর উৎসাহে সম্ভব হয়েছে।
এই গ্রন্থে যেসব দৈনিক পত্রিকার কাজ রয়েছে, তার নিরঙ্কুশ অংশ সংগৃহীত হয়েছে বন্ধু প্রতীম এবং বাংলাদেশের যুব আন্দোলনের নবীন গবেষক ইলিয়াস মল্লিকের সৌজন্যে। এনায়েত হোসেন খান, মিজানুর রহমান, মাকসুদুর রহমান শ্যামল গ্রন্থটির নামসূচী তৈরী করে দিয়েছে।
সুবর্ণ মুদ্রণের মুজিব ভাই, আজাদ মোসলেম, শফিক, আক্কাস প্রমুখ এই গ্রন্থ প্রকাশে তাদের ব্যবসায়িক স্বার্থের অতিরিক্ত শ্রম ও আগ্রহ প্রকাশ করেছেন।
এছাড়া বহু সংখ্যক সুহৃদ, যাদের বিভিন্ন প্রকার শ্রম ও সহযোগিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর রচিত ছাত্র আন্দোলনের এই খন্ড সফলভাবে বাস্তবায়িত, তাদের সকলের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা।
মোহাম্মদ হাননান
২৪/ এম আজিমপুর এস্টেট,
ঢাকা-১২০৫
বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস
(চতুর্থ খন্ড)
মুক্তিযুদ্ধ পর্ব
ড. মোহাম্মদ হাননান
গ্ৰন্থলোক ঢাকা
প্রকাশকাল : ফাল্গুন ১৩৯৭
ফেব্রুয়ারী ১৯৯১
প্রকাশক : চৌধুরী গিয়াস উদ্দিন
গ্ৰন্থ লোক
৫১, পুরানা পল্টন, ঢাকা
পরিবেশক : জাতীয় সাহিত্য প্রকাশনী
৫১, পুরানা পল্টন, ঢাকা
চেতনা
৩৮/৪ বাংলাবাজার, ঢাকা
অক্ষর বিন্যাস : সুবর্ণ মুদ্রায়ণ
৭৮/২-এ রামকৃষ্ণ মিশন রোড, ঢাকা
মুদ্রণ : প্রকাশ
৩৪ বিজয়নগর, ঢাকা
প্রচ্ছদ : শেখর দত্ত
স্বত্ব : চিত্র রূপময় প্রাপ্ত
মূল্য : শুলভ : ১৫০ টাকা
শোভন : ২১০ টাকা
History of the student Movement in Bangladesh, part IV, Liberation period, by Dr. Mohammed Hannan, Grantholoke, Dhaka.