বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসের (তৃতীয় খণ্ড), বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের প্রাক ঘটনাবলীর ইতিকথা। ১৯৬৯ সালের মহান গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার পর তৎকালীন পাকিস্তানে (পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে) নতুন করে সামরিক শাসন জারী করা হয়।
আইয়ুব খান বিদায় নিয়ে জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতায় আসেন। কিন্তু আগ্নেয়গিরির জ্বালামুখে দাঁড়িয়ে ঘোষিত এই সামরিক শাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজের যেমন প্রতিবাদমুখর হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত তা হয় নি।
বিস্ময়কর এই ব্যতিক্রম ঘটনার পেছনে বিভিন্ন কারণ ছিল। এর মধ্যে প্রধান বিষয় ছিল গণঅভ্যুত্থানের পর আন্দোলন ও তার পরবর্তী পরিস্থিতি আর ছাত্রদের হাতে ছিল না, রাজনৈতিক দলগুলো তখন আন্দোলনের গতিধারা নিয়ন্ত্রণ করছিল।
আর এই রাজনৈতিক নেতাদের প্রধান অংশটি ইয়াহিয়া খানের ঘোষিত নির্বাচনের ‘লাল মূলোর’ দিকেই দৃষ্টি নিবদ্ধ রাখে। ফলে সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন আর সংগঠিত হওয়ার সুযোগ পায় নি।
যে পরিস্থিতি ও পরিবেশে একনায়ক আইয়ুব খান বিদায় নেন, তার সম্ভাব্য পরিণতি ছিল, যতো দ্রুত সম্ভব পাকিস্তানে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠা। ছাত্ররা কোনো প্রকার বড় ধরণের ঘটনা ঘটালে সামরিক কর্তারা বাহানা তুলে এ সুযোগ থেকে জনগণকে বঞ্চিত করতে পারে, এমন আশঙ্কা একেবারে অমূলক ছিল না। প্রধান প্রধান ছাত্রদলগুলো এই ব্যাপারে সচেতন ছিল।
ফলে পাকিস্তানের দ্বিতীয় সামরিক শাসনের বিরুদ্ধে রাজনৈতিক মূল্যায়ন থেকেই আন্দোলন সংগঠিত হয় নি।
আরো যেসব কারণ আন্দোলন না হওয়ার পেছনে ছিল, তার মধ্যে অন্যতম ছিল ছাত্র সংগঠনগুলির মধ্যে এই সময়কার দলাদলি, ভাঙন ও আন্ত:মতাদর্শগত সংগ্রামের তীব্রতা। প্রায় সবকয়টি ছাত্র সংগঠনই এই সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
কিন্তু বিস্ময়কর সত্য যে, এই সময়টাতেই আবার পাকিস্তানে, বিশেষকরে, পূর্ব পাকিস্তানের ছাত্ররা রাজনৈতিক আন্দোলনের বাইরে, তাদের স্থানীয় ও দৈনন্দিন বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়ে। একটার পর একটা একান্ত নিজস্ব শিক্ষা-বিষয় নিয়ে পূর্ব পাকিস্তানে সম্ভবত এমন আন্দোলন আর কখনো হয় নি। এ সময় নুরখান-শিক্ষানীতি এবং ‘পাকিস্তান: দেশ ও কৃষ্টি’ নামক বই বাতিলের আন্দোলন জাতীয় রূপ লাভ করে।…
বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস
(তৃতীয় খণ্ড)
প্রাক মুক্তিযুদ্ধ পর্ব
ড. মোহাম্মদ হাননান
প্রকাশকাল : ২৬ মাঘ ৯৭
০৯ ফেব্রুয়ারী ৯১
প্রকাশক : চৌধুরী গিয়াসউদ্দিন
গ্রন্থ লোক
৫১ পুরানা পল্টন, ঢাকা
পরিবেশক : জাতীয় সাহিত্য প্রকাশনী
৫১ পুরানা পল্টন, ঢাকা
চেতনা, ৩৮/৪ বাংলাবাজার, ঢাকা
অক্ষর বিন্যাস, সুবর্ণ মুদ্রায়ণ
৭৮/২ রামকৃষ্ণ মিশন রোড, ঢাকা-১২০৩
মুদ্রণ : প্ৰকাশ
৩৪ বিজয়নগর, ঢাকা-১০০০
প্রচ্ছদ : শেখর দত্ত
মূল্য : সুলভ, ৮৫ টাকা
শোভন : ১২৫ টাকা