আমাদের দেশে রাজনীতি যতটা আলোচিত সেই তুলনায় তা সামাই বিশ্লেষিত। বক্তৃতা-বিবৃতি ও দৈনিক-সাপ্তাহিকের রিপোর্টের মধ্যেই যেন ঘুরপাক খাচ্ছে রাজনীতি; এ ক্ষেত্রে বিজ্ঞানসম্মত আলোচনা-পর্যালোচনার যে অভাব তা আমাদের রাজনীতির দীনতারই সূচক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা-উত্তর দশ বছরের পথযাত্রা নানা চড়াই- উতরাই ও বিপরীত বিকাশে পরিপূর্ণ। আমাদের সকলের জীবনকেই গভীর- ভাবে প্রভাবিত করেছে এইসব ঘটনাধারা। কিন্তু সামাজিক বিকাশ ও পরিবর্তনের বিশ্লেষণধর্মী রাজনৈতিক পর্যালোচনা খুব সামান্যই ঘটেছে। অথচ আলোচনা-পর্যালোচনা-মত বিনিময়ের মধ্য দিয়েই আমাদের সামাজিক মুক্তির সমস্যাকীর্ণ পথরেখাটি স্পষ্ট হয়ে ফুটে উঠতে পারে। এমনি উপলব্ধি থেকেই নিবন্ধকার নজরুল ইসলামের গ্রন্থটি আমরা পাঠকদের সামনে তুলে ধরছি।
যদিও গ্রন্থের আলোচনা পরিচালিত হয়েছে বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের উদ্ভব, বিকাশ ও কর্মধারাকে কেন্দ্র করে, তবুও আলোচনার সূত্রে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনৈতিক গতিধারার সাধারণ চিত্রটি কিছুটা পরিমাণে হলেও ফুটে উঠেছে। স্বাধীনতার অব্যবহিত পরের বিশেষ জাসদের উত্থান-পতন, পটভূমিকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের উদ্ভব। টানাপোড়েনের ইতিহাস আমাদের দেশের রাজনীতির একটা নির্দিষ্ট দিকের পরি প্রকাশক। বর্তমান আলোচনার তাৎপর্য ও গুরুত্ব এখানেই নিহিত। ভবিষ্যতে এই ধরনের আরো পর্যালোচনা পাঠকদের হাতে তুলে ধরার ইচ্ছা আমাদের রইলো।
জাসদের রাজনীতি
একটি নিকট বিশ্লেষণ
নজরুল ইসলাম
প্রকাশকাল : মে, ১৯৮১
প্রচ্ছদ : আবদুল মুকতাদির
প্রকাশক : প্রাচ্য প্রকাশনী
৬৭/৩, কাকরাইল, ঢাকা-১
মুদ্রণ : প্যাপিরাস প্রেস
১৪/এ, কাঠেরপুল লেন, বানিয়ানগর, ঢাকা-১
মূল্য : ১৪.০০ টাকা মাত্র