আমাদের কাল হল পরনো পুঁজিবাদী দুনিয়া ও নতন সমাজবাদী দুনিয়ার শক্তিসমূহের মধ্যে ক্রমবর্ধমান ভাবাদর্শগত সংগ্রামের কাল। সাম্রাজ্যবাদের সমর্থকরা মার্কসবাদী-লেনিনবাদী মতবাদের বিরুদ্ধে আঘাত উদ্যত করেছে এবং তাকে সর্বতোভাবে হেয় ও বিকৃত করতে প্রয়াসী হয়েছে। এই প্রচেষ্টায় একটি গরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে বিভিন্ন সংশোধনবাদী ও সুবিধাবাদী ধারণাকে যার প্রবক্তারা প্রলেতারিয়েতের ভাবাদর্শকে হেয় ও স্থূল বলে অঙ্কিত করার উদ্দেশ্যে সাম্রাজ্যবাদী প্রচারের চেষ্টাকে যথাসাধ্য সাহায্য করছে। অবশ্য, এতে নিজেদের মার্কসবাদ ও সমাজবাদের সমর্থক বলে অভিহিত করতে সংশোধনবাদী ও সুবিধাবাদীদের আটকাচ্ছে না।…
ট্রটস্কিবাদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস
সের্গেই দমিত্রিয়েভ ও ভসেভোলাদ ইভানভ
Novosty Press Agency Publishing House, ১৯৭৪
ইমপ্যাক্ট পাবলিকেশন, ৬৭ পার্ক ষ্ট্রীট হইতে প্রকাশিত,
নববাংলা প্রেস, ১৭/১/৩ গোয়াবাগান ষ্ট্রীট হইতে মুদ্রিত, কলিকাতা
মূল্য : তিন টাকা