তুমি শুধু পঁচিশে বৈশাখ ?
তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ্য, কবি ?
হরেক উৎসবে হৈ হৈ
মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি ? তুমি শুধু পঁচিশে বৈশাখ
আর বাইশে শ্রাবণ ?
কালবৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা,
বাদলের প্রবল প্লাবন
সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ ?
অপঠিত, নির্মনন, নেই আর কোনও আবেদন ?
সাবিত্রীর ক্ষিপ্র-কর বিভা
আমাদের দুস্থ চিরগোধূলিতে ম্রিয়মাণ ?
তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ
আলোহীন অন্ধকারহীন আপন সত্তার থেকে পলাতক নিস্তব্ধ থাকার ভয়ে একার সংশয়ে জনতার অপমানে নিত্য রুচি-ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর ?
কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম,
কঠিন শিক্ষার শ্রম,
বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে,
আত্মস্থের স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে
শূন্যে শূন্যে ব্যথাময় অগ্নিবাষ্পে দীপ্তগীতে
চৈতন্যের জ্যোতিষ্কে জ্যোৎস্নায় ?
তুমি শুধু পঁচিশে বৈশাখ
বিফু দে
বাক্
কলিকাতা
আইডিয়াস ১৮-বি, স্টেডিয়াম
প্রচ্ছদ : যামিনী রায়
পরিবেশক : বাক্-সাহিত্য
৩৩ কলেজ রো, কলিকাতা ৯
প্রথম প্রকাশ : ২৫শে বৈশাখ ১৩৬৫
প্রকাশক : তারাভূষণ মুখোপাধ্যায়
৩৩ কলেজ রো, কলিকাতা ৯
মুদ্রক : শ্ৰী গোপালচন্দ্র রায়
নাভানা প্রিন্টিং ওআর্কস প্রাইভেট লিমিটেড
৪৭ গণেশচন্দ্র অ্যাভিনিউ, কলিকাতা ১৩
মূল্য : দুই টাকা পঁচাত্তর পয়সা
