বহু বিতর্কিত এবং বিংশ শতাব্দীর আলোড়ন সৃষ্টিকারী দার্শনিক জ্যাঁ-পল- সাত্রর ওপর গবেষণা করার সূত্রে বহু বিদগ্ধ ব্যক্তি ও প্রিয়জনদের তাগিদে আমার এই পুস্তকটি রচনার বাসনা বেশ কিছুদিন ধরে মনের মধ্যে ছিল। ফরাসী ভাষায় রচিত তাঁর গ্রন্থগুলি ইংরাজীতে অনূদিত হলেও তা প্রায় দুষ্প্রাপ্য ছিল। আর বাংলা ভাষায় সে অনুবাদের স্বাদ পাওয়া তো এক কঠিন ব্যাপার। কিন্তু আমি তাঁর রচনা ও জীবন-যাপন পদ্ধতির মধ্যে যে মানবতাবোধের সন্ধান পেয়েছি তার কিছুটা পরিচিতি যদি বাঙালী পাঠক সমাজকে দিতে পারি তাই আমার এই আন্তরিক ক্ষুদ্র প্রয়াস। সার্ত্রর সমগ্র চিন্তা-ভাবনা, আলাপ- আলোচনা, বিতর্ক-রচনা সব কিছুই মানুষকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। বিংশ শতাব্দীর সূক্ষ্ম চিন্তা ও বৈজ্ঞানিক আবিষ্কার স্বার্থান্বেষী মানুষকে শোষণের ও ক্ষমতালিপ্সার উত্তঙ্গ শিখরে উত্তোলিত করেছে। শোষণের নব নব পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। অতএব এর বর্ম ভেদ করা এক দুরূহ কাজ৷ কিন্তু এই কাজে নিঃশঙ্ক চিত্তে, উন্নত শিরে ও বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে যাওয়াই ছিল মাত্র’র জীবন-সাধনা৷ এহেন সাধনায় কখনও বন্ধুর সহযোগিতা মিলেছে, কখনও নিঃসঙ্গ পথিক তমসাবৃত পরিবেশে অন্তরালোক ভরসা ক’রে ক্ষুরধার বন্ধুর পথে এগিয়ে গেছেন। মানবকল্যাণ-চিন্তার বিতর্কে জড়িয়ে পড়লেও তিনি কখনও সত্যভ্রষ্ট হননি বা ভণ্ডামির আশ্রয় গ্রহণ করেন নি।
তবে এ প্রসঙ্গে একটা কথা জানাই যে আমার পক্ষে এই দুরূহ কাজ কখনই সম্ভব হ’ত না যদি আমার স্বামী, শ্রীনীলকমল বন্দ্যোপাধ্যায় ক্রমাগত তাগিদ এবং সর্বরকম সহযোগিতা দিয়ে আমাকে উদ্বুদ্ধ না করতেন। এমনকি প্রুফ দেখার কাজে আমাকে বিশেষ না জড়িয়ে ছোট হলেও দুই কন্যা চন্দ্রকণা ও চিত্রলেখার সাহায্য নিয়েছেন। আর যাঁর অবুণ্ঠ সহযোগিতা ও উৎসাহ ব্যতীত এ পুস্তক প্রকাশিত হ’ত না তিনি হলেন প্রখ্যাত সাহিত্যিক শ্রীপ্রফুল্ল রায়।
সর্বশেষে পাঠক সমাজের কাছে বিনীত নিবেদন অনবধানতা বশতঃ যদি কোথাও ত্রুটি হয়ে থাকে তবে মূল্যবান নির্দেশ ও পরামর্শ আমি সশ্রদ্ধ চিত্তে গ্রহণ করব ও পররর্তীকালে সংশোধনে সচেষ্ট থাকব।
বিনীতা
প্রভা বন্দ্যোপাধ্যায়
দর্শনে মানবতাবাদ
জাঁ-পল সার্ত্র
ডঃ প্রভা বন্দ্যোপাধ্যায়
এম. এ. (ডবল্ ) বি. টি., পি. এইচ. ডি.
অধ্যাপিকা, ফকিরচাঁদ কলেজ, ডায়মণ্ডহারবার
পরিবেশক : দে বুক স্টোর ১৬ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রীট কলকাতা-৭০০০৭৩
প্রকাশক : শ্রীনীলকমল বন্দ্যোপাধ্যায়
২৫-এম সেলিমপুর রোড
কলকাতা ৭০০০৩১
মুদ্রাকর : শ্ৰীমণীন্দ্রনাথ মান্না
পারুল প্রিন্টিং ওয়ার্কস
১৫/১ ঈশ্বর মিল লেন, কলকাতা
দাম : বাইশ টাকা