আমাদের দেশের বিগত দুই দশকের ইতিহাস বহু রাজনৈতিক উত্থান পতনের ঘটনায় ভরপুর। (দুই দশক বলতে এখানে ষাট ও সত্তরের দশক এবং আশির দশকের ভগ্নাংশকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে)। এই দুই দশকে বাম ও কমিউনিষ্ট রাজনীতির বিকাশও ঘটেছে বিপুল পরিমাণে। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত কমিউনিষ্ট শক্তি জাতীয় ক্ষেত্রে প্রধান নিয়ামক শক্তিতে রূপান্তরীত হয়নি, যদিও সেই সম্ভাবনা খুব দূরেরও নয়। এই দুই দশকে বাম ও কমিউনিস্টদের পক্ষ থেকে বিপ্লব নিয়ে পরীক্ষা নিরী- ক্ষাও চলেছে অনেক। তাই নিয়ে কমিউনিষ্ট আন্দোলনে বহুধা বিভক্তি এবং একই সঙ্গে শুদ্ধভাবে ও ভুলভাবে লড়াইও চলেছে প্রচুর পরিমানে।
এই দুই দশকের বিশেষ বিশেষ মুহুর্তে যে সব তত্ত্বগত বিষয় কমিউনিষ্ট আন্দোলনে প্রচণ্ড ঝড় তুলেছিল, তার সঙ্গে আমাদের দেশের তরুন বিপ্লবীদের পরিচিত করা উচিত বলে আমাদের পার্টি – বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বহুদিন থেকে ভেবে আসছে ।
ষাটের দশকের গণ আন্দোলনের প্রচণ্ড বিস্ফোরণের অভিজ্ঞতার ভিত্তিতে এবং কমিউনিষ্ট আন্দোলনের ডান ও বাম বিচ্যুতি থেকে শিক্ষাকে আত্মস্থ করে ১৯৭২ সালে স্বাধীনতার ঠিক পর পরই কয়েকটি কমিউনিষ্ট সংগঠনকে একত্রিত করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গঠন করা হয় [তখন নাম ছিল বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (লেনিনবাদী)] তারপর থেকে গোটা এক যুগ ধরে আমাদের পার্টি কমিউনিষ্ট ও বাম আন্দোলনের সব- রকম বিচ্যুতির বিরুদ্ধে তত্বগত লড়াই চালিয়ে এসে গোটা পার্টি ও দেশের অগুনতি প্রলেতারীয় বিপ্লবীদের জন্য একটি পরিপূর্ণ সুসামঞ্জস্যপূর্ণ তত্ত্বগত ভিত্তি দাঁড় করাতে সক্ষম হয়েছে। এটি খুবই প্রয়োজনীয় ছিল। “বৈপ্লবিক তত্ত্ব ছাড়া কোনও বৈপ্লবিক আন্দোলন হতে পারে না” এবং “একমাত্র সবচেয়ে অগ্রসর তত্ত্ব দ্বারা পরিচালিত পার্টি ই অগ্রবাহিনীর…
দুই দশকের বাম রাজনীতি
সংকট ও সমস্যা
হায়দার আকবর খান রনো
সম্পাদনা করেছেন : রাশেদ খান মেনন
প্রকাশক : গণমুক্তি প্রকাশনী
৩১/ই তোপখানা রোড, ঢাকা-১০০০
প্রথম সংস্করণ : ১লা ফেব্রুয়ারী ১৯৮৩
প্রচ্ছদ : জালাল বিশ্বাস
মুদ্রণেঃ আইডিয়েল প্রিন্টিং প্রেস
১৯, শেক সাহেব বাজার রোড়, আজিমপুর, ঢাকা।
মূল্য : ২২ টাকা
১৪ টাকা (সুলভ সংস্করণ)