রুশ সংস্করণের ভূমিকা
জন রীড তাঁর অপূর্ব বইটির নাম দিয়েছেন ‘দুনিয়া কাঁপানো দশ দিন’। অক্টোবর বিপ্লবের প্রথম দিনগুলোর আশ্চর্য জীবন্ত ও বলিষ্ঠ বর্ণনা দেওয়া হয়েছে বইটিতে। শধেই ঘটনার তালিকা বা দলিলের সংকলন এটি নয়, একের পর এক এমন এক সারি টিপিক্যাল জীবন্ত দৃশ্য এতে পাওয়া যাবে, যাতে বিপ্লবের যে কোনো অংশীরই স্বচক্ষে দেখা অনরূপ ঘটনার কথা মনে পড়ে যাবে। আর আশ্চর্য যাথার্থে এই সব জীবন্ত দৃশ্যে ফুটে উঠেছে” জনগণের মনোভাব, মহা বিপ্লবের প্রতিটি ঘটনাই নির্ধারিত হয়েছে যে
মনোভাবে।
এমন একটি বই কী ভাবে লেখা সম্ভব হল একজন বিদেশী, একজন আমেরিকানের পক্ষে যিনি দেশটার ভাষা বা রীতিনীতি কিছুই জানতেন না তা ভেবে প্রথমটা অবাক লাগতে পারে। মনে হতে পারে যে তিনি অসংখ্য ভুল করবেন, অনেক গুরুত্বপূর্ণ জিনিস ধরতে পারবেন না।
অধিকাংশ বিদেশীই রাশিয়ার কথা লেখেন অন্য ঢঙে। নিজেদের দেখা ঘটনাগুলোকে তাঁরা হয় একেবারেই বোঝেন না, নয়ত বিচ্ছিন্ন এমন কিছ তথ্য তাঁরা কুড়িয়ে নেন যা ঠিক টিপিক্যাল নয়, আর তা থেকেই ঢালাও সাধারণ সিদ্ধান্ত টানেন।
তবে বিপ্লবের প্রত্যক্ষদর্শী বিদেশীর সংখ্যা খুবই কম।
দুনিয়া কাঁপানো দশ দিন
জন রীড
প্রগতি প্রকাশন, মস্কো
প্রকাশকাল : ১৯৭৭
ДЖОН РИД
«10 ДНЕЙ, КОТОРЫЕ ПОТРЯСЛИ МИР»
На языке бенгали
সোভিয়েত ইউনিয়নে মুদ্রিত
V 10604-294
P 014 (01) – 78 677-77
পাঠকদের প্রতি
বইটির বিষয়বস্তু, অনবাদ ও অঙ্গসজ্জার বিষয়ে আপনাদের মতামত পেলে প্রকাশালয় বাধিত হবে। অন্যান্য পরামর্শ ও সাদরে গ্রহণীয়।
আমাদের ঠিকানা:
প্রগতি প্রকাশন
২১, জুবোভস্কি বলভার,
মস্কো, সোভিয়েত ইউনিয়ন
Progress Publishers 21, Zubovsky Boulevard, Moscow, Soviet Union