॥এক॥
হিমাদ্রি সহসা যেন কেমন স্তব্ধ হয়ে গেল।
শুধু কি স্তব্ধই, চিঠির শেষাংটা পড়তে পড়তে সহসা যেন হিমাদ্রির সমস্ত মুখখানা ফ্যাকাশে বিবর্ণ হয়ে উঠলো।
গৌরবর্ণ মুখখানা যেন অকস্মাৎ কেমন কালো হয়ে গেল।
চিঠির অক্ষরগুলো যেন জড়িয়ে জড়িয়ে কেমন ঝাপসা হয়ে এল৷ মাথার উপরে পূর্ণ বেগে বৈদ্যুতিক পাখা ঘুরছে, তবু মনে হয় যেন হিমাদ্রির, কোথায়ও এতটুকু হওয়া নেই।
নবজীবনের পথে নবদম্পতিকে আশীর্বাদ জানিয়ে, বিবাহে না আসতে পারার দরুন দুঃখ জানিয়ে চিঠির শেষে লিখেছেন অমিয়মাধব :
গরীব দুঃখীর যেয়ে হঠাৎ একই সঙ্গে মা-বাপ দুজনাকে হারিয়ে বিদেশ বিভুঁয়ে আশ্রয়হীনা হয়ে পড়েছিল তাই, আর স্বজাতি বলে ঘরে আশ্রয় দিয়েছিলাম।
কিন্তু মেয়েটা যে এতবড় নিমকহারাম, এতখানি নীচ দুশ্চরিত্র তা কোনদিন কল্পনাও করতে পারিনি।
যাক্, তবু যে আপদ শেষ পর্যন্ত নিজে থেকেই বিদায় হয়ে গিয়েছে সেজন্য ভগবানকে অজস্র ধন্যবাদ
ছিঃ ছিঃ হারামজাদী শেষ পর্যন্ত কিনা এতবড় কেলেঙ্কারিটা করল !
এতকাল, বলতে গেলে সেই ওর যখন মাত্র নয় বৎসর বয়স, তখন থেকে ওকে নিজের মেয়ের মতই পালন করেছি তো !
তাই, যতই অপরাধ করুক তাড়িয়ে দেবো কেমন করে ? পারতামও না। সত্যিই আমি বোধ হয় পারতাম না। কিন্তু সে-সব কিছুই করতে হলো না। নিজে থেকেই চলে
গেল।
আমি অবিশ্যি ধরতে পারতাম না।…
ধূপশিখা
নীহাররঞ্জন গুপ্ত
ষ্ট্যাণ্ডার্ড পাবলিশার্স লিমিটেড
৩/১০, লিয়াকত এভিন্যু (ভিক্টোরিয়া পাক ) ঢাকা-১
DHUP SIKHA
by Dr. Nihar Ranjan Gupta
Rs. 4:00
প্রথম পাকিস্তানী সংস্করণ : চৈত্র—১৩৬৮
“For Sale and Circulation in Pakistan only” “কেবলমাত্র পাকিস্তানে বিক্রয় ও বিতরণের জন্য”
প্রকাশক : রুহুল আমিন নিজামী
৩/১০, লিয়াকত এভিন্যু, ঢাকা–১
মুদ্রাকর : নূরুল হক্
ডি-লাক্স প্রিন্টারস,
৪৮, নারিন্দা রোড, ঢাকা–১
॥মূল্য : চার টাকা মাত্ৰ॥