বাংলাদেশ প্রজাতন্ত্রের স্বীকৃতি লাভ
বাংলাদেশের মুক্তি সংগ্রামের চূাড়ন্ত বিজয়ের মূহুর্তে গত সোমবার ভারত গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করিয়াছে। ভারতীয় পার্লামেন্টে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী তুমুল হর্ষধ্বনির মধ্যে তাহার সরকারের এই সিদ্ধান্ত ঘোষনা করেন। শ্রীমতি গান্ধী তাঁহার ঘোষণায় আশা প্রকাশ করেন যে, আরও বিভিন্ন দেশ স্বীকৃতি প্রদানের কথা ঘোষণা করিবে।
শ্রীমতি গান্ধী বলেন, বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ বিদ্রোহ ও তাহাদের সংগ্রামের সাফল্যে আজ ইহা আরও পরিস্কার হইয়া গিয়াছে যে, পাকিস্তান বাংলাদেশের উপর উহার নিয়ন্ত্রণ হারাইয়া ফেলিয়াছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাহাদের অস্তিত্বের জন্য লড়াই করিতেছে এবং একই সঙ্গে ভারতও আজ তাহার উপর পরিচালিত আক্রমন প্রতিহত করার লড়াই করিতেছে। এমতাবস্থায় ভারত নিজেকে ঐ একই লড়াইয়ের শরীক বনিয়া গিয়াছে। তাহাছাড়া, বাংলাদেশ সমতার শান্তিপূর্ণ নিষ্পত্তির পথে বিঘ্ন হইতে পারে এমন কাজে যে দ্বিধা থাকার কথা, উহা ভারতের উপর পাকিস্তানের আক্রমণের পর গুরুত্ব হারাইয়া ফেলিয়াছে।
নতুন বাংলা
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাপ্তাহিক মুখপত্র
(সভাপতি : অধ্যাপক মোজাফফর আহমদ)
১ম বর্ষ ॥ ১৭শ সংখ্যা ।
বৃহস্পতিবার, ২২শে অগ্রহায়ণ, ১৩৭৮
৯ই ডিসেম্বর, ১৯৭১
দাম : ১০ পয়সা
Reviews
There are no reviews yet.