জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক: ১৯৪৯ সালের সেপ্টেম্বর মাসে অর্থাৎ নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বমুহূর্তে চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ পরিষদের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে চীনের জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক নির্ধারিত হয়।
গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় পতাকা লাল ও সমচতুর্ভুজ। লাল রঙ বিপ্লবের প্রতীক। পঞ্চ হলুদ তারকা চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে জনগণের মহা ঐক্যের প্রতীক। হলুদ রঙ চীনের বিশাল ভূখণ্ডের উজ্জ্বলতার প্রতীক। সর্বপ্রথম পঞ্চ তারকা খচিত লাল পতাকা উত্তোলিত হয় ১৯৪৯ সালের ১লা অক্টোবর তারিখে নয়া চীন প্রতিষ্ঠা উপলক্ষ্যে থিয়ান আন মেন ময়দানের মঞ্চে।
গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় প্রতীক হল শস্যমঞ্জরী ও খাঁজকাটা চাকা বেষ্টিত পঞ্চ তারকা উদ্ভাসিত থিয়ান আন মেন। থিয়ান আন মেন ময়দান ছিল ১৯১৯ সালের ৪ঠা মে আন্দোলনের উৎপত্তি স্থান। এই আন্দোলন থেকেই শুরু হয় চীনের নয়া গণতান্ত্রিক বিপ্লব এবং সেই বিপ্লবে বিজয় অর্জিত হওয়ার পর এই ময়দানেই নয়া চীন প্রতিষ্ঠার উদ্বোধন অনুষ্ঠান পালিত হয়। তাই থিয়ান আন মেনকে চীনের জাতীয় মানসের…
নয়া চীনের সংক্ষিপ্ত পরিচয়
সম্পাদনা : ছি ওয়েন
বিদেশী ভাষা প্রকাশনালয়, পেইচিং
প্রথম সংস্করণ ১৯৮৫
অনুবাদ : ইয়ু তিয়ানচৌ
প্রকাশনা : বিদেশী ভাষা প্রকাশনালয়
মুদ্রণ: ২৪, পাই ওয়ান চুয়াং, পেইচিং, চীন বিদেশী ভাষা মুদ্রণালয়,
১৯, পশ্চিম ছে কোং চুয়াং, পেইচিং, চীন
পরিবেশনা : চীন আন্তর্জাতিক পুস্তক বাণিজ্য কর্পোরেশন (কুওচি শুতিয়ান), পোস্ট বক্স ৩৯৯, পেইচিং, চীন
গণ প্রজাতন্ত্রী চীনে মুদ্রিত