শ্রী যাঁদের সম্পদ, হ্রী যাঁদের ভূষণ, ধী যাঁদের সহায় ; স্নেহ যাঁদের অগাধ, ক্ষমা যাঁদের অপার, ধৈর্য যাঁদের অসীম ; কর্ম যাঁদের বন্ধু, ধর্ম যাঁদের রক্ষক ; মন যাঁদের সরল, বাক্য যাঁদের মধুর, সেবা যাঁদের অক্লান্ত ; যাঁরা আত্মসুখে উদাসীন, পরদুঃখে কাতর, অতি অল্পে সন্তুষ্ট- সেই প্রাতঃস্মরণীয়া, সেকালের আদর্শ- স্থানীয়৷ পরিচিত-অপরিচিত বঙ্গনারীকুলের উদ্দেশে এই সামান্য গ্রন্থখানি অর্ঘ্যস্বরূপ উৎসর্গীকৃত হল। তাঁদের সঞ্চিত পুণ্য যেন আমাদের একালে দিক্নির্ণয় করবার আলো দেখায়, তাঁদের সম্মিলিত শক্তি যেন আমাদের নবযুগের…
নারীর উক্তি
শ্রী ইন্দিরা দেবী চৌধুরাণী
প্রথম সংস্করণ : ১৯২০ খৃস্টাব্দ
বিশ্বভারতী সংস্করণ : পৌষ ১৩৬৫ বঙ্গাব্দ
প্রচ্ছদচিত্র : নন্দলাল বসু কর্তৃক অঙ্কিত
প্রকাশক : রণজিৎ রায়
বিশ্বভারতী। ১০ প্রিটোরিয়া স্ট্রীট। কলিকাতা-১৬
মুদ্রক : বীরেন্দ্রনাথ পাল
ভিক্টোরিয়া প্রিন্টিং ওয়ার্কস্। ৯৪ বিবেকানন্দ রোড৷ কলিকাতা-৬