আমাদের সমাজে নারীদের অবস্থা সকলেই জানেন যে আমাদের সমাজে নারীদের উপর অনেক থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই পুরুষের হয়। সাধারণতঃ পারিবারিক জীবনে গরিব, মধ্যবিত্ত ঘরের মেয়েরা বেশির অন্যায় অবিচার করা হয়ে চেয়ে নারীদের হেয় মনে করা নারীরা পুরুষের অধীন থাকে। ভাগই নিজেরা কোনো রোজগার করে না। তারা ঘরকন্নার কাজ, সন্তান পালন পরিবার পরিজনের সেবা যত্ন ইত্যাদি সাংসারিক দায় দায়িত্বের সব কাজই করে। কিন্তু জীবন-ধারণের প্রধান যে উপায় অর্থাৎ অর্থ উপার্জন, সে কাজটা বেশির ভাগ ক্ষেত্রেই এখনো পুরুষরাই করে থাকে। আর এই নিয়মই আমাদের সমাজে বহুযুগ ধরে চলে আসছে। মেয়েরা যতই না কঠিন পরিশ্রমে জীবনপাত করুক, ঘর-কন্নার কাজকর্ম করুক, সেইসব কাজ থেকে কিন্তু জীবন ধারণের জন্য টাকা রোজগার হয় না। অর্থাৎ নারীদের ঘরকন্নার কাজগুলি সামাজিক উৎপাদনের কাজের মধ্যে পড়ে না৷ সে জন্য তা থেকে কোনো উপার্জন হয় না, তাই অর্থ নৈতিকভাবে নারীরা পুরুষের অধীনে থাকে৷ আর সেটাই হল আসল কথা৷
নারী আন্দোলন কয়েকটি কথা
কনক মুখোপাধ্যায়
প্রথম প্রকাশ : জুন, ১৯৭৫
প্রকাশক : মঞ্জরী গুপ্ত
পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি
৩১, আলিমুদ্দিন স্ট্রীট, কলিকাতা–৭০০০১৬
দাম : দুই টাকা