লেখিকার নিবেদন
সবিনয়ে ও স্বল্প প্রত্যাশায় বইখানির আত্মপ্রকাশ!
সুদীর্ঘ চল্লিশ বৎসর কাল কমিউনিস্ট পার্টির নেতৃত্বে নারী সমাজের গণ- আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার সুযোগ আমি পেয়েছি। এ আমার গৌরব। এই থেকেই একটা মূলকথা বুঝতে পেরেছিলাম, যে সমাজে শোষণ নেই, মুনাফা ও লোভ থেকে যে সমাজ মুক্ত, মেয়েরা পুরুষের সম্পত্তি ও গৃহপালিত জীব নয়, সেখানেই নারীর প্রকৃত মুক্তি ঘটতে পারে। আর এই সামাজিক ও অর্থনৈতিক বিবর্তন সম্ভব হতে পারে গণআন্দোলনের পথ ধরে। শ্রমিক মেয়ে, কৃষক মেয়ে, কৃষি কাজে নিযুক্ত মেয়ে এবং শহরের গরীব মেয়ে —এরাই তো আমাদের দেশের নাম পানমুক্ত মেয়ে ও দেশের নারী জাতির সুবিশাল ও সংখ্যাগরিষ্ঠ অংশ।
বহু শতাব্দীর নিপীড়নে ও শোষণে এই বিশাল নারী সমাজ নিষ্প্রাণ পঙ্গুতায় অবসন্ন। এ তাদের মুক্ত করতে হবে। কিন্তু প্রধানতঃ মধ্যবিত্ত মেয়েদের প্রচেষ্টায় স্থানীয়ভাবে যে সব চায়নার সা যে সব ছোট বড় সংগঠন গড়ে উঠেছে তাদের দৃষ্টিভঙ্গী তো উঁচুতলার সমাজের সীমাবদ্ধ গণ্ডীর মধ্যে আটকে পড়ে আছে। কমিউনিস্ট মেয়েরা এইসব সংগঠনকে শহর ও গ্রামের অগণিত প্রাণোচ্ছ্বল মেয়েদের কাছে টেনে এনে সুবৃহৎ গণসংগঠনে পরিণত করার প্রচেষ্টা কিভাবে করে এসেছে, সে কাহিনী প্রকাশের চেষ্টা আজ অবধি তেমন কিছু দেখা যায়নি।
এ বইখানি সেই গল্প বলার একটি ক্ষুদ্র হলেও প্রথম প্রয়াস। বিগত চল্লিশ বছর নারী আন্দোলনে যাঁরা আমার বন্ধু ও সহকর্মী তাঁদের অনুরোধে আমার এ লেখা। মনের মধ্যে কিছুটা সঙ্কোচ ও ভয় নিয়েই কাজটি শুরু করেছি। কারণ লিখিত তথ্য তেমন কিছু নেই। তবুও সহকর্মী বন্ধুদের অনুরোধ ও উৎসাহ আমাকে প্রেরণা দিয়েছে। চল্লিশ বছর ধরে আমরা যারা কাজ করে এসেছি, তাদের অনেকেই এখন বয়ঃসীমার দিকে পা বাড়িয়েছেন। অনেকে আমাদের ছেড়েও গেছেন। তাই হাতে আমাদের সীমাবদ্ধ সময়। যেসব…
ভারতীয় নারী আন্দোলনে কমিউনিস্ট মেয়েরা
(১৯৪০ – ১৯৫০)
রেণু চক্রবর্তী
অনুবাদ : পুষ্পময়ী বোস
ও মণিকুন্তলা সেন
COMMUNISTS IN INDIAN WOMEN’S MOVEMENT
© রেণু চক্রবর্তী
IDEJE FASHI
162-0862
প্রকাশক : মণি সান্যাল
মনীষা গ্রন্থালয় (প্রাঃ) লিঃ
৫৪ এ হরি ঘোষ স্ট্রিট, কলকাতা-৭০০০০৬
মুদ্ৰক : অহীন্দ্র ভৌমিক
কালান্তর প্রেস
৩০/৬ ঝাউতলা রোড, কলকাতা-৭০০০১৭
মূল্য : সতের টাকা