মুজিবী দুঃশাসনের কালো রাত্রির অন্ধকারকে পরাস্থ করে নতুন ঐতিহাসিক প্রেক্ষাপটে নতুন জন্ম নিয়ে ‘নয়াযুগ’ দুই বছর বয়সে পদার্পণ করল। ‘নয়াযুগ’ ধনী- দুলাল নয়। জন্মদিনের উৎসব নয়াযুগ-এর জন্য নয়। ‘নয়াযুগ’ খেটে খাওয়া সংগ্রামী মানুষের সন্তান। জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র, আর শ্রনজীবি মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামের এক পধিত প্রতিশ্রুতি নিয়েই নয়াযুগ-এর জন্ম, তার পথ—দীপ্ত যাত্রা।
বর্ষপূর্তি নয়াযুগ-এর কাছে হাজির হয়েছে আত্মসমীক্ষার কঠিন দায়িত্ব নিয়ে। জন্মলগ্ন থেকে যে মহান দায়িত্ব ‘নয়াযুগ’ কাঁধে তুলে নিয়েছে তাকে কতখানি এবং কিভাবে পালন করতে পেরেছে তার জবাবদিহি নয়াযুগকে অবশ্যই করতে হবে। ব্যর্থতার থেকে তাকে নিতে হবে শিক্ষা, সাফল্য থেকে দৃঢ়তর করে তুলতে হবে তার আত্ম-প্রত্যয় ও বলিষ্ঠতা। এই দৃষ্টিকোণ বেবিন্ন থেকেই নয়াযুগ-এর বংপূর্তি সংখ্যায় বছরের বিশিষ্ট ঘটনায় নয়াযুগ এর কিছু কিছু ভূমিকা সংকলিত করা হয়েছে। এরই স্বাক্ষর মিলবে নয়াযুগ-এর পুরাতন ডায়েরীতে। প্রমাণ মিলবে যে, ‘নয় যুগ’ তার রাজনৈতিক পরিচয়কে গোপন করেনি।
নয়াযুগ-এর যাত্রাপথ স্বভাবতঃই কুসুমাস্তীর্ণ ছিল না। এই সময়কালটি ধরে আমাদের মাতৃভূমি বাংলাদেশ আন্তর্জাতিক শক্তি দ্বন্দ্বের হয়ে এসেছে এক তৎপর ক্রীড়াভূমি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর এসেছে বার বার বর্গীর হামলা। জাতীয় ক্ষেত্রে চলেছে এক চরম রাজনৈতিক অনিশ্চয়তা । রাজনৈতিক আদর্শগত ক্ষেত্রে বিরাজ করেছে এক চরম বিভ্রান্তিকর অবস্থা, গণতান্ত্রিক অধিকারহীনতা, বিভিন্ন দিককার রক্ত-চক্ষু, আর সর্বোপরি এক প্রচণ্ড আর্থিক সঙ্গতিহীনতা—প্রভৃতির বেরি- কেডকে ভেঙ্গে ভেঙ্গে নয়াযুগকে পথ করে চলতে হয়েছে। পুকঠিন সংগ্রাম করেই নয়াযুগকে বেরুতে হয়েছে এবং সান্ত্বনা এই যে, নয়াযুগ প্রতিবারই দেশপ্রেমিক, গতন্ত্রমনা মেহনতী মানুষের সংগ্রামের হাতিয়ার হয়েই বেরুতে পেরেছে। নয়াযুগকে তারা অসীম স্নেহের ব্যাগ্রতা নিয়েই বরাবর লুফে নিয়েছেন। আর নয়াযুগের কর্মীবৃন্দ, এজেন্ট ও ব্যবস্থাপকমণ্ডলী এখানেই খুঁজে পেয়েছেন তাদের অমানুষিক পরিশ্রমের পুরস্কার ও স্বীকৃতি এ ছাড়া, ‘নয়।যুগকে ভালবেসে যারা মনের তাগিদে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে তার প্রতি কঠোর পরিশ্রম ও অকুণ্ঠ- সাহায্যের হাত প্রসারিত করেছেন, পর্দার অন্তরালে থাকা সে সমস্ত শুভাকাংখীদের ‘মরাযুগ’ জানার সহ-যোদ্ধার রক্তিম অভিনন্দন।
নয়াযুগ
বর্ষপূর্তি সংখ্যা
সম্পাদকঃ কাজীজাফর আহমদ
ভারপ্রাপ্ত সম্পাদকঃ কাজী গোফরান আহমেদ
রেজিঃ নং ডিএ–৩৭৩
৫ম বর্ষ ১ম সংখ্যা
ঢাকা : রোববার ১০ই জুলাই, ১৯৭৭, ২৫শে আষাঢ়, ১৩৮৪
সম্পাদক কর্তৃক জাগতি মুদ্রায়ণ, ৫৫ কলুটোলা, টীকা-১ হতে মুদ্রিত ও ৩২ পুরানা পল্টন, ঢাকা-২ থেকে প্রকাশিত
দাম : চার ঢাকা মাত্র
Reviews
There are no reviews yet.