সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভায় মিখাইল গরবাচেভের প্রতিবেদন…
গত ২৭ জানুয়ারি ১৯৮৭ তারিখে সোভিয়েত ইউনিয়নের কমিউ নিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভায় সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিখাইল গরবাচেভ প্রদত্ত “পুনর্গঠন ও পার্টির কর্মী নিয়োগ কর্মনীতি প্রসঙ্গে” প্রতিবেদনের পূর্ণ বয়ান নিচে দেওয়া হলো :
কমরেডগণ,
২৭তম পার্টি কংগ্রেস আমাদের, কেন্দ্রীয় কমিটির সদস্যদের ওপর দেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নকে ত্বরিত করার রণনৈতিক পন্থাকে সুনিশ্চিত করার গুরুদায়িত্ব অর্পণ করেছে। সোভিয়েত সমাজ জীবনের বর্তমান পর্বে পরিস্থিতিকে ও কেন্দ্রীয় কমিটির ভূমিকাকে রাজনৈতিক ব্যুরো বোঝে ঠিক এইভাবেই ।
এর ভিত্তিতে এগোবার দরুনই পূর্ণাঙ্গ অধিবেশনের আলোচ্যসূচীতে ১৯৮৫ সালের এপ্রিলে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভা ২৭তম সিপিএসইউ যে স্ট্র্যাটেজির খসড়া করেছে। পুনর্গঠন ও পার্টির কর্মী নিয়োগ কর্মনীতির প্রশ্নে, তার কার্যকর রূপায়ণের অতীব গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে। আমরা অতীতের শিক্ষাসমূহ এই মুহুর্তের প্রকৃতি ও ভবিষ্যতের কর্তব্যসমূহের প্রতি যথাযোগ্য মর্যাদা দিয়েই একে ব্যাপক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিবেচনা করবো।
১৯৮৫ সালের এপ্রিলের পূর্ণাঙ্গ সভা এবং ২৭তম পার্টি কংগ্রেস সামাজিক অবস্থার এক বিষয়গত অনুগুণ বিশ্লেষণের ভিত্তি তৈরি করেছে এবং দেশের ভবিষ্যৎ সম্পর্কে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত- সমূহ গ্রহণ করেছে। ‘আমরা পুনর্গঠন শুরু করেছি এবং আর পিছনে ফিরে দেখবো না। ঐ পথের প্রথম পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।…
পুনর্গঠন ও পার্টির কর্মীবাহিনী সংক্রান্ত নীতি প্রসঙ্গে
মিখাইল গরবাচেভ
বাংলাদেশ-সোভিয়েত মৈত্রী সমিতি
Mikhail Gorbachev
Reorganization and the Party’s Personnel Policy
Published by Bangladesh-Soviet Friendship Society
প্রকাশকাল : এপ্রিল, ১৯৮৭
প্রকাশক : বাংলাদেশ-সোভিয়েত মৈত্রী সমিতি
২৭২, এলিফ্যান্ট রোড, ঢাকা
মূদ্রক :দিগন্ত প্রেস
২৪৪, বংশাল রোড, ঢাকা
মূল্য : ১০ টাকা
Reviews
There are no reviews yet.