মুখবন্ধ
ব্যক্তিজীবনে বা সমষ্টি জীবনে ইতিহাস জানা পেছন ফেরা নয়, বরং সামনে চলার পথকে স্বচ্ছ-সন্দর করা। আমি ঐতিহাসিক নই তাই ইতিহাস লিখার দুঃসাহস আমি দেখাইনি। ইতিহাস সমাজনীতি, রাজনীতি, অর্থনীতির সঙ্গে রাজ-রাজড়াদের উত্থান-পতন, বংশ তালিকা প্রভৃতির বিস্তারিত তথ্য সরবরাহ করে। আমি সেদিক পরিহার করে মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলার বর্তমান শতাব্দীর সমাজ ও রাজনীতির বিষয় বিশ্লেষণ করেছি ইতিহাস না লিখে। ইতিহাস লেখায় যে সব তথ্যের উপর নির্ভর করতে হয় তাতে সব বর্ণিত বিষয়ই সত্য এটা প্রমাণিত হয় না অথচ যা দেখেছি তা অসত্য বলে বিশ্বাস করতেও মন চায় না। তাই আমি যা লিখেছি তা অনেক ইতিহাস পাঠকের নিকটই ভ্রান্তিপূর্ণ মনে হতে পারে। কিন্তু তা’ বলে আমার দেখা বিষয়ের বিশ্লেষণ অপাংক্তেয় হবে এটা কিভাবে বিশ্বাস করি।
আমি দেশের রাজনীতির সঙ্গে বহুদিন থেকেই প্রত্যক্ষভাবে জড়িত। অনেক নামীদামী নেতার সাহচর্য্য আমি পেয়েছি। খুব সামনে থেকে তাদের দেখেছি অর্থাৎ তাঁদের আদর্শ, দৃষ্টিভঙ্গী, দেশ সম্বন্ধে তাঁদের পরিকল্পনা ইত্যাদি পাঙ্খা পাঙ্খ আলোচনার সংযোগ আমি পেয়েছি। বিদেশে রাষ্ট্র- দূত হিসেবে বসবাসকালীন সময়ে আমি দেশের সামগ্রিক রূপটিকে চিন্তা করার সুযোগ পেয়েছি। তারই ফলশ্রুতিস্বরূপ আমার ইংরেজিতে লেখা A Socio-Political History of Bengal ১৯৬৭ সালের এপ্রিল মাসে প্রথম প্রকাশিত হয়। আমাকে অবাক করে দিয়েই প্রথম সংস্করণ শেষ হয়ে যায় এবং সে বৎসরই ২য় সংস্করণ বের করি। ১৯৭০ সালে ৩য় সংস্করণ প্রকাশিত হয়। ইংরেজী সংস্করণের অত্যধিক চাহিদা আমাকে উৎসাহী করে তোলে বাংলা সংস্করণ বের করার জন্য। রাজশাহীর বিশিষ্ট পণ্ডিত জনাব মোখলেসার রহমান সাহেব ১৯৬৯ সালে ইংরেজী সংস্করণটি বঙ্গানুবাদ করে দেন। বইটি আমার স্নেহভাজন সৈয়দ ফজলুল হক্ বি. এস-সি প্রকাশ করেন বাংলা ১৩ই মাঘ, ১৩৭৬ সালে। বর্তমানে ইংরেজী ৪র্থ সংস্করণটি বর্ধিত কলেবরে ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম পর্যন্ত এসে শেষ হয়েছে এবং সেটা প্রকাশিত হয়েছে ১৯৭৬ সালে। কিন্তু বাংলা সংস্করণটি ইংরেজী সংস্করণের মত ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে বর্ধিত কলেবর…
পূর্ববাংলার সমাজ ও রাজনীতি
[A Socio-Political History of Bengal – গ্রন্থের আংশিক বঙ্গাবাদ]
কামরুদ্দীন আহমদ
প্রকাশক : জহীরুদ্দীন মাহমুদ
ইনসাইড লাইব্রেরী
৫৪৩/‘এইচ’, ধানমণ্ডী আবাসিক এলাকা, ঢাকা-৫
প্রথম মুদ্রণ : ১৩ই মাঘ, ১৩৭৬ বঙ্গাব্দ
দ্বিতীয় মুদ্রণ (সংশোধিত) : ১৩৮৩ বঙ্গাব্দ
মূল্য : দশ টাকা মাত্র।
ডিজাইন : তাজ পাবলিসিটি
২২২, নবাবপুর রোড ঢাকা-১
ব্লক : লিংকম্যান এণ্ড কোং লিমিটেড
৬, বাংলাবাজার, ঢাকা-১
মন্ত্রণে : নুরুল হক
মডার্ণ টাইপ ফাউন্ডার্স, প্রিন্টার্স এন্ড পাবলিশার্স লিঃ
২৪৪, নবাবপুর রোড, ঢাকা-১