পূর্ব-পাকিস্তানের শিল্প-সম্ভাবনার কথা৷ বহুদিন থেকে চিন্তা করছি। এ বিষয়ে ব্যাপকভাবে গবেষণার পরিকল্পনা হাতে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি বটে, কিন্তু কোন পুস্তিকা রচনার ইচ্ছা ছিল না। ইতিমধ্যে বাঙলা একাডেমীর পরিচালক বন্ধুবর সৈয়দ আলী আহসান সাহেব আমার পুরাতন পুস্তিকা ‘যুদ্ধোত্তর বাংলার কৃষি ও শিল্প’-র কথা উল্লেখ করে বিশেষভাবে পূর্ব-পাকিস্তানের শিল্প সম্বন্ধে অনুরূপ একটি পুস্তিকা রচনার কথা বলেন।
আমাদের স্বভাবজ সম্পদ নিয়ে কোন শিল্প গড়ে তোলা সম্ভব এই পুস্তকে তারই একটু আভাস দিলাম। এই জন্য আমাদের শিল্প-সম্ভাবনা সত্যি বলতে গেলে অপরিমিত। প্রয়োজনানুসারে ছোটখাটো নানাবিধ শিল্প দেশের মধ্যে গড়ে উঠছে। বৃহৎ শিল্পের মধ্যে পাট-কল, কাগজ-কল, চিনির কল ও কাপড়ের কলগুলির কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রয়োজনানুসারে ইস্পাতের রড নির্মাণের কারখানাও ইতিমধ্যেই…
পূর্ব পকিস্তানের শিল্প-সম্ভাবনা
মুহাম্মাদ কুদরত-এ-খুদা
প্রথম প্রকাশ : কার্তিক, ১৩৭১
নভেম্বর, ১৯৬৪
প্রচ্ছদপট : মোতাহারুল হক চৌধুর
ফজলে রাব্বি, প্রকাশনাধ্যক্ষ, বাংলা একাডেমী, বর্ধমান হাউস, ঢাকা- ২ কর্তৃক প্রকাশিত এবং গিয়াসউদ্দীন আহ্মদ কর্তৃক রয়্যাল প্রিন্টিং ওয়ার্কস, ৩৪, পাটুয়াটুলী লেন, ঢাক-১ (পূর্ব পাকিস্তান) হতে মুদ্রিত।
মূল্য : এক টাকা পঞ্চাশ পয়সা