ভারতে ১৮৫৭-৫৯ সালের জাতীয় মুক্তি বিদ্রোহের ওপর কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস “ঘবি ণড়ৎশ উধষরু ঞৎরনঁহব” পত্রিকায় যে সব প্রবন্ধ লিখেছিলেন, প্রধানত তাই এ সংকলনে সন্নিবেশ করা হয়েছে। সেই সঙ্গে আছে বিপ্লবের প্রাক্কালে ১৮৫৩ সালে ভারত পরিস্থিতির ওপর মার্কসের লেখা কিছু প্রবন্ধ, তাঁর “ভারতীয় ইতিহাসের কালপঞ্জী” থেে কিছু উদ্ধৃতি এবং অভ্যুত্থান বিষয়ে মার্কসবাদের প্রতিষ্ঠাতাদের গুরুত্বপূর্ণ কিছু পত্রাংশ।
১৮৫০ এর দশকের শুরু থেকেই মার্কস ও এঙ্গেলস পুঁজিবাদী দেশগুলির উপনিবেশিক কর্মনীতি ও নিপীড়িত জাতিগুলির জাতীয় মুক্তি সংগ্রামে সর্বদাই খুব আগ্রহ দেখিয়েছেন। প্রাচ্য দেশগুলির, বিশেষ করে এশিয়ার উপনিবেশিক ও পরাধীন দেশগুলির, প্রধানত ভারত ও চীনের ইতিহাস অনুধাবন করেন তাঁরা।
লুঠেরা পুঁজিবাদী উপনিবেশিক কর্র্মনীতির লক্ষ্যস্থল এই দুটি বৃহৎ দেশের ঐতিহাসিক ভবিতব্য নিয়ে মার্কস ও এঙ্গেলস যা ভেবেছেন সেটা সর্বোপরি প্রলেতারীয় মুক্তি সংগ্রামের দৃষ্টিভঙ্গি থেকে। ভারত ও চীনে পিতৃতান্ত্রিক ও সামন্ত সম্পর্কের ভাঙন এবং পুঁজিবাদী বিকাশের পথে তাদের ক্রমিক উত্তরণের সঙ্গে সঙ্গে সেখানে যে সুদূরপ্রসারী পরিবর্তনের আয়োজন গড়ে উঠছিল তার বিপ্লবী প্রতিক্রিয়াকে মার্কস এঙ্গেলস দেখেছিলেন একটা নতুন গুরুত্বপূর্ণ করণীকা হিসাবে, যা অনিবার্যই আসন্ন ইউরোপীয় বিপ্লবকে প্রবাবিত করবে।…
প্রথম ভারতীয় স্বাধীনতা-যুদ্ধ
১৮৫৭-১৮৫৯
কার্ল মার্কস, ফ্রেডারিক এঙ্গেলস
প্রকাশনা : প্রগতি প্রকাশন
২১, জুবোভস্কি বুলভার,
মস্কো, সোভিয়েত ইউনিয়ন
প্রকাশকাল : মস্কো, ১৯৭১
মূল্য : উল্লেখ নাই