“দেশের মুক্তি সংগ্রামে নারী ও পুরুষের পার্থক্য আমাকে ব্যথিত করিয়াছিল। যদি আমাদের ভাইয়েরা মাতৃভূমির জন্য যুদ্ধে অবতীর্ণ হইতে পারে, আমরা ভগিনীরা কেন উহা পারিব না? … মাতৃভূমির মুক্তির জন্য যে কোনো দুরূহ বা ভয়াবহ ব্যাপারে ভাইদের পাশাপাশি দাঁড়াইয়া সংগ্রাম করিতে তাহারা ইচ্ছুক- ইহা প্রমাণ করিবার জন্যই আজিকার এই বিপদসঙ্কুল অভিযানের (ইউরোপিয়ান ক্লাব আক্রমণ) নেতৃত্ব আমি গ্রহণ করিতেছি।” – প্রীতিলতা
অদম্য উদ্যম আর প্রচণ্ড সাহস বুকে ধারণ করে দেশমাতৃকা ভারতের স্বাধীনতার জন্য সেই অগ্নিযুগে কিছু মুক্তি-পাগল মানুষ ‘জীবন-মৃত্যুকে পায়ের ভৃত্য’ করে এগিয়ে এসেছিলেন। তাদের সঙ্গে সেদিন সামিল হয়েছিলেন বীর চট্টলার বীরকন্যা প্রীতিলতা। দেশমাতৃকার মুক্তির জন্য যে সশস্ত্র বিপ্লববাদী লড়াই-সংগ্রাম সংগঠিত হয় এবং যার ধারাবাহিকতায় ভারতমাতা স্বাধীন হয়, সেই ইতিহাসে যে সকল বিপ্লবী রয়েছেন, তাঁদের মধ্যে প্রীতিলতা অন্যতম।অগ্নিযুগের অগ্নিজিতা বিপ্লবী প্রীতিলতাকে তরুণপ্রজন্মের কাছে নিয়ে যাওয়ার তাগিদ অনুভব করেই ‘প্রীতিলতার আত্মকথা’ বইটি সম্পাদনা করা হয়েছে।
সতর্কতা সত্ত্বেও এই বইতে মুদ্রণজনিত ভুল থেকে যাওয়া অস্বাভাবিক নয়, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। সচেতন পাঠক কোনো ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তা পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে।
– শেখ রফিক, ফেব্রুয়ারি ২০২০
Editorial: শেখ রফিক
Publisher: বিপ্লবীদের কথা প্রকাশনা