আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে জর্জি ডিমিট্রভ একটি সুপরিচিত নাম। মানব ইতিহাসের এক ক্রান্তিলগ্নে জর্জি ডিমিট্রভ কমিউনিস্ট আন্তর্জাতিকের (কমিন্টার্ণ ) নেতৃত্বের পদে অধিষ্ঠিত হয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধোত্তরকালে সোভিয়েত রাশিয়ার অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব, পুঁজিবাদের সাধারণ সংকটের তীব্রতা বৃদ্ধি শ্রম ও পুজির মধ্যে ক্রমবর্ধমান বিরোধ এবং সাম্রাজ্যবাদীদেশগুলোর সাথে উপনিবেশ ও আধা-উপনিবেশ দেশগুলোর জাতিসমূহেরে ক্রমবর্ধমান বিরোধ সারা দুনিয়ার বিপ্লবী আন্দোলনে তরঙ্গ প্রবাহ সৃষ্টি করে। শুরু হয় সমাজতান্ত্রিক বিপ্লব ও জাতীয় মুক্তি আন্দোলনের প্রবল ঊর্ধগতির যুগ। এই আন্তর্জাতিক পরিস্থিতিতে জাতিসমূহের অর্জিত সকল বিপ্লবী, গণতান্ত্রিক ও প্রগতিশীল অগ্রগতির এবং জাতীয় স্বাধীনতার বিরুদ্ধে জার্মানী, ইতালীসহ বিভিন্ন দেশে প্রতিক্রিয়াশীল ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা দখল করে। এর পরিণতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। যুদ্ধ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে শান্তি ও গণতন্ত্রের পক্ষে শ্রমিকশ্রেণী ও সকল স্তরের শান্তিকামী জনগণকে একত্রিত করার সংগ্রামের ঐতিহ্যের সাথে এক অটল ও দুঃসাহসী যোদ্ধারূপে জর্জি ডিমিট্রভ চিরকাল আদর্শস্থানীয় ও স্মরণীয় হয়ে থাকবেন। এই বছর ১৯৮২ সালের ১৮ই জুন সারা বিশ্বের, শ্রমিকশ্রেণী, প্রগতিশীল ও শান্তিপ্রিয় জনগণ এই মহান নেতার শততম জন্মদিন পালন করবে।
গরীব টুপী সেলাইয়ের দর্জি পিতার সন্তান জর্জি ডিমিট্রভ মাত্র ১২ বছর বয়সে ছাপাখানার কম্পোজিটার হিসাবে ধর্মঘট আন্দোলনে যোগদান করেন। অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের সময় তিনি ছিলেন ৩৫ বছরের যুবক। এই যুবক বয়সেই তিনি তৎকালীন বামপন্থী সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভ্য, জাতীয় ট্রেড ইউনিয়নের সম্পাদক এবং পার্টির পার্লামেন্টারী গ্রুপের সম্পাদক হিসাবে বুলগেরিয়ার শ্রমিকশ্রেণী ও মেহনতী জনতার সুযোগ্য ও জনপ্রিয় নেতা ও তাত্ত্বিক হিসাবে সুপ্রতিষ্ঠিত হন। রুশ বিপ্লবের…
ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও যুক্তফ্রণ্ট প্রসঙ্গে
জর্জি ডিমিট্রভ
প্রকাশক : প্রাচ্য প্রকাশনী
৬৭/৩ কাকরাইল, ঢাকা – ২
প্রকাশকাল : জুন, ১৯৮২
প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী
মুদ্রণ : দিগন্ত প্রেস
২৪০, বংশাল রোড, ঢাকা – ১
দাম : চার টাকা