ঊনবিংশ শতাব্দীতে বাংলাদেশে বহু মনীষীর জন্ম হইয়াছিল। তাঁহাদের প্রতিভোজ্জ্বল চিন্তাধারা শুধু কেবল বাঙ্গালীর সামাজিক ও আধ্যাত্মিক জীবনে নয়, বঙ্গসাহিত্যেও নব নব প্রেরণা আনিয়াছিল। এই গ্রন্থের গ্রন্থকার শ্রী প্রণবরঞ্জন ঘোষ তাঁহার বইটিতে রাজা রামমোহন রায় হইতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব অবধি মনীষীদের মনন ও সাহিত্যিক কৃতিত্ব সম্বন্ধে বিশেষ আলোচনা করিয়াছেন এবং তাঁহাদের লেখা ও বাক্যের সাহিত্যমূল্য নির্ধারণ- দ্বারা বাংলার নবজাগরণের প্রথম পর্বের একটি যথাসাধ্য পূর্ণাঙ্গ চিত্র অঙ্কনের চেষ্টা করিয়াছেন। পাশ্চাত্য সভ্যতার প্রত্যক্ষ প্রভাবে আধুনিক বাঙ্গালীর মানসলোক ও সামাজিক জীবনে যে পরিবর্তনের সূচনা হইয়াছিল লেখক তাহার নিপুণ বিশ্লেষণ করিয়াছেন। আবার অন্যদিক হইতে ভারতীয় ঐতিহ্য এবং সাধনা যে স্থানচ্যুত হয় নাই, বরং উভয় স্রোতের অপূর্ব সম্মেলনে যে নবযুগের প্রবর্তন হইয়াছে ইহাও অধ্যাপক ঘোষের মূল বক্তব্যে পরিস্ফুটভাবে দেখা যায়। এই পরিপ্রেক্ষিতে আলোচ্য গ্রন্থখানি যে ভারতীয় সংস্কৃতি ও বঙ্গসাহিত্যের অনুরাগীদের নিকট সমাদৃত হইবে ইহাতে কোন সন্দেহ নাই। গ্রন্থকার প্রভূত তথ্য ও মননের উপাদান সংগ্রহ করিয়াছেন এবং বিশেষ বিচার ও বিশ্লেষণের সহিত তাহা পরিবেশন করিয়াছেন। বর্তমান গ্রন্থখানির বিশিষ্টতা নানাদিক হইতে স্বীকার করিতে হয়।
১লা আশ্বিন, ১৩৭৫
শ্রীসত্যেন্দ্রনাথ সেন
ঊনবিংশ শতাব্দীতে বাঙালীর মনন ও সাহিত্য
রাজা রামমোহন রায় থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব
প্রণবরঞ্জন ঘোষ
অধ্যাপক
কলিকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা-১২
প্রচ্ছদশিল্পী : পূর্ণেন্দু পত্রী
লেখক কর্তৃক স্বত্ব সংরক্ষিত
প্রথম প্রকাশ : কার্তিক ১৩৭৫
প্রকাশক : রাখাল সেন
লেখাপড়া
১৮বি, শ্যামাচরণ দে স্ট্রীট, কলকাতা-১২
মুদ্রাকর : পরাণচন্দ্র ঘোষ
পরাণ প্রেস
৯৯৩, তারক প্রামাণিক রোড, কলকাতা-
দাম : ৮ টাকা