কিছুকাল যাবত আমাদের দেশের জনসাধারণের মধ্যে সমাজতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি হইয়াছে। কিন্তু আমাদের দেশে সমাজতান্ত্রিক চিন্তার প্রসার যত ঘটিতেছে, সমাজতন্ত্রের নামে নানা বিকৃত চিন্তাধারা চালাইবার চেষ্টাও ততই বাড়িতেছে। এই বিকৃতি দুই ধরনের : একদিকে আছে সমাজতন্ত্র হইতে তাহার বিপ্লবী তাৎপর্য মুছিয়া নেওয়ার চেষ্টা, অপর দিকে আছে বড় বড় বিপ্লবী বুলির আড়ালে ভুল তত্ত্ব প্রচার করিয়া কার্যত সমাজতন্ত্র কায়েমের পথে বাধা সৃষ্টি করা। এই উভয় প্রকার বিচ্যুতির বিরুদ্ধে মার্ক্স এঙ্গেলস লেনিনের চিরায়ত মার্ক্সবাদী সাহিত্য এক নির্ভর যোগ্য আলোকস্তম্ভ স্বরূপ। এই চিরায়ত মার্ক্সবাদী সাহিত্যের সহিত পরিচয় ঘটানোর উদ্দেশ্যে লেনিন রচিত ‘বামপন্থী কমিউনিজম—শিশুদের রোগ পুস্তকখানি প্রকাশ করা হইল।
’বামপন্থী’ কমিউনিজম- শিশুদের রোগ
ভি আই লেনিন
জাতীয় সাহিত্য প্রকাশনী
প্রকাশক : আবদুল হালিম
জাতীয় সাহিত্য প্রকাশনী, ১২, মনিহারি পট্টি,
ধানমণ্ডি হকার্স মার্কেট, ঢাকা–৫
প্রথম প্রকাশ : অক্টোবর, ১৯৭০
মুদ্রাকর : মুহম্মদ আলী রেজা, এম. এস-সি., এলএল. বি. আলমগীর প্রেস
৩৮, ভজহরি সাহা ষ্ট্রীট, ঢাকা-১
দাম : তিন টাকা
Debabrata Sukla Das –
মার্ক্স বাদ