প্রায় বিশ বৎসর পূর্বে ‘বিপ্লবের পদচিহ্ন’ প্রথম প্রকাশিত হয়। বিভিন্ন কাগজে বইকানি সুখ্যাতি পেয়েছিল; বহু পাঠকের মনও আকর্ষণ করেছিল। কয়েক বছরের মধ্যে বইখানির প্রথম সংস্করণ নিঃশেষ হয়ে যায়। এর মধ্যে বহু পঠনেচ্ছু লোক বইখানির সন্ধানে এসে বিফল হয়ে গেছেন। তবুও নানা কারণে বইখানা প্রকাশ করা সম্ভব হয়নি। এর একটা প্রধান কারণ ছিল ভূপেনবাবুর রাজনৈতিক ব্যস্ততা। ১৬/১৭ বছর তাঁর কেটেছে পাকিস্তানের ঊষর ও ব্যর্থ রাজনীতির মধ্যে। সেখান হতে যখন কোনো প্রকারে ভারতে চলে আসতে পারলেন, তখনও এই পুস্তকের দ্বিতীয় সংস্করণ করার মতো পরিবর্তন ও পরিবর্ধন সাধন করতে তাঁর কিছু সময় লাগল। প্রায় দু’বৎসর পূর্বে ওরিয়েণ্ট লংম্যান এই পুস্তকের পুনঃপ্রকাশের আগ্রহ দেখালে, ভূপেনবাবু পাণ্ডুলিপি তৈরি করায় মন দেন।
গত কয়েক বছরে বিপ্লবী যুগের বিষয় নিয়ে বহু বই বের হয়েছে এবং পাঠক-সমাজ আদৃতও হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ঐ সব বই বাংলার বিপ্লবী যুগের ইতিহাস নেই; বরং বাস্তবকে বিকৃত করে ঐ সব পুস্তককে করা হয়েছে রোমাঞ্চকর কাহিনী বা রমোপন্যাস।
বিপ্লবের পদচিহ্ন
ভূপেন্দ্রকুমার দত্ত
প্রথম সংস্করণ : ১৯৫৩
প্রকাশক : শ্রীরবীন্দ্রনাথ দাশ
ওরিয়েণ্ট লংম্যান লিমিটেড
১৭ চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলকাতা ১৩
মূল্য : পনের টাকা