বিপ্লবী ভারতের যথার্থ মূলাধার ছিলেন স্বামী বিবেকানন্দ। তাঁরই প্রদত্ত ‘অভিঃ’ মন্ত্রে এর উদ্বোধন। তাঁর দেহরক্ষার কিছু পূর্বে ১৯০১ সালের ১৩ই এপ্রিল ঢাকাতে তাঁর নিকট উপদেশপ্রার্থী কয়েকটি তরুণ বিপ্লবীকে তিনি খোলাখুলি বলেছিলেনও যে, “পরাধীন জাতির ধর্ম নেই—তোদের একমাত্র ধর্ম মানুষের শক্তি লাভ করে পরস্বাপহারীকে তাড়িয়ে দেওয়া।” শ্রদ্ধেয় হেমচন্দ্ৰ ঘোষ আজও জীবিত। স্বামীজীর সেদিনকার সেই কথা কয়টি তাঁর জীবনে যে কি রকম মন্ত্রের মত কাজ করেছিল তার স্মৃতিচারণ করতে গিয়ে এই ৯২ বছর বয়স্ক প্রবীণ বিপ্লবী মহানায়ক আজও উদ্ভাসিত হয়ে ওঠেন। স্বামীজীর “শিবজ্ঞানে জীব সেবা’-র মহামন্ত্রই যে আবার ভারতে সমাজতন্ত্রের জন্মদাতা, নেতাজী সুভাষচন্দ্র ও তা মুক্তকণ্ঠে বলে গেছেন ৷ নেতাজীর ভাষায় :
“Socialism in India did not derive its birth from the books of Karl Marx but from Swami Vivekananda’s gospel for the uplift ” of the poor or ‘দরিদ্র নারায়ণ’।”
স্বামীজীর কাজ নানা ভাবেই এগিয়েছে। প্রথমে শরীর-চর্চা, তারপর দুর্বলতা পরিহার করে বীর হয়ে ওঠা, পরিশেষে মৃত্যুর কবলিত না হয়ে মৃত্যুকে বরণ করতে শেখা। এ সবই অবশ্য কর্মযজ্ঞে নেমে পড়ার আগের প্রস্তুতি-পর্ব। এই দৈহিক ও মানসিক প্রস্তুতি না থাকলে কোন বড় কাজেই হাত দেওয়া চলে না।
বিপ্লব ও বিপ্লবী
অমলেন্দু ঘোষ
প্ৰকাশক : শ্রীরবীন্দ্রনাথ বিশ্বাস
১৫/২, শ্যামাচরণ দে স্ট্রীট কলিকাতা – ৭০০১২
প্রথম প্রকাশ : জন্মাষ্টমী, ১৩৮৩
প্রচ্ছদ : রঞ্জিতকুমার দাস
মুদ্রাকর : শ্রীগঙ্গারাম পাল
মহাবিদ্যা প্রেস, ১৫৬, তারক প্রামাণিক রোড, কলিকাতা – ৭০০ ০০৬
মূল্য : আট টাকা মাত্র
Reviews
There are no reviews yet.