স্মৃতি নয় অসংখ্য মিনার
স্মৃতি নয়, অসংখ্য শিকড় অথবা শিকড় নয় অসংখ্য মিনার
দেহের ধমনী শিরা স্নায় তন্তু পেশীর স্থাপত্যে
এ’কে তোলে
সত্তার নির্মেঘ ছবি
দিগ্বিজয়ী বর্ণমালা,
হিরন্ময় চেতনার হরিত উত্তাপে
পরিমাক্ত প্রাণের আশ্বাস ।
প্রতিটি মিনার যেন দূরান্তের হাতছানি কিংবা দে ক্লান্তিজয়ী সদেীর্ঘ যাত্রার রৌদ্র-জ্যোৎস্না-ঝড়-বৃষ্টি-নির্বিচার অনিন্দ্য সঞ্চয়ী দিন, পোড়-খাওয়া মগ্ধে ভালোবাসা ৷
আমাদের করণে সংসারে
পাহাড় অথবা নদী দীর্ঘশ্বাস ফেলে
দেয়না শংকাতে ভেজা কলাপাতা শাড়ি কিংবা গামছার কানি
অনন্য সম্পদ।…
বিপ্লব ফেরারী, তবু
আহমদ রফিক
প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৯৮৯
ফাল্গুন ১৩৯৫
প্রচ্ছদ : সৈয়দ লাফলে হক
প্রকাশক : আনওয়ার আহমদ
রূপম প্রকাশনী, বাসা নং ৩১৮, রাস্তা নং ৩৩ (পুরাতন)
ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা
মুদ্রণ : বরেন্দ্র প্রিন্টিং প্রেস
৮৫/২ আরামবাগ, ঢাকা
মূল্য : দুই ডলার, ত্রিশ টাকা মাত্র