সাধারণ পরিচয়
বাঙ্গালী কবি কোন একটি কবিতায় ইংলণ্ডের সেক্সপিয়ারকে ভারতের অমর কবি কালিদাসের সহিত তুলনা উপলক্ষে বলিয়াছিলেন, —
“ভারতের কালিদাস, জগতের তুমি।” মহাকবি চণ্ডীদাসকে লক্ষ্য করিয়া বাঙ্গালী অসঙ্কোচে বলিতে পারে, —
“শুধু বাঙ্গালীর নহ, মানবের তুমি।”
চণ্ডীদাসের পদাবলী প্রেমের জগতে যে শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়া অতুলনীয় গৌরবে ও অম্লান- মহিমায় বিরাজিত রহিয়াছে, পৃথিবীর কোন দেশের কোন কবির কবিতা, কোন রচনা, পদলালিত্যে, ভাষার কোমলতায় ও ঝঙ্কার-মাধুর্য্যে, প্রেম- বৈচিত্র্যের সুপরিস্ফুট চিত্রাঙ্কন-কৌশলে, এবং কামগন্ধহীন অপার্থিব ভাবসম্পদের বিশেষত্বে সেই শীর্ষ স্থানে আসন লাভ করিতে পারিয়াছে কি না, এ বিষয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। অথচ মহাকবি চণ্ডীদাস যে যুগে, বঙ্গদেশের যেরূপ সামাজিক অবস্থায়, তাঁহার চিরসুন্দর ‘নিতুই নব, অশ্রুতপূৰ্ব্ব অক্ষয় পদাবলী রচনা করিয়াছিলেন, শতদলবাসিনী জননী বাগীশ্বরীর অশেষ কৃপা ভিন্ন তাহা তাঁহার লেখনী-মুখে প্রকটিত হইয়া যুগ-যুগান্ত কাল তাঁহার স্বদেশবাসী কোটি কোটি ভক্ত, সাধক, রসলিপ্স, পাঠক-পাঠিকা, এবং শোতৃবর্গকে স্বর্গীয় প্রেমের সুরধুনী-স্রোতে অবগাহন করাইতে, প্রেমামৃত পরিবেষণে তাঁহাদের তৃষিত তাপিত চিত্তকে সরস ও পরিতৃপ্ত করিতে সমর্থ হইত না। শতাব্দীর পর শতাব্দী অতীত হইয়াছে, কত নুতন যুগ আসিয়া অতীতের অন্ধকার-গর্ভে বিলীন দেশের উপর দিয়া কত বার বহিয়া গিয়াছে, রাষ্ট্রীয় অবস্থার হইয়াছে ; প্রলয়ের ও ব্যব পরিবর্তন ঘটিয়াছে ; হিন্দুসমাজ ভাঙ্গিয়া-চুরিয়া নূতন ভাবে
গড়িয়া উঠিয়াছে ;…
বৈষ্ণব-মহাজন-পদাবলী
[প্রথম খণ্ড]
মহাকবি চণ্ডিদাস পদাবলী
জীবনী ও প্রতিভাবিশ্লেষণী সহ—সমগ্র—সটীক—পরিবর্দ্ধিত সংস্করণ
উপেন্দ্ৰ নাথ মুখোপাধায়ে প্রতিষ্ঠিত বসুমতী
স্থাপিত ১৯৮৭ সাল
বসুমতী – সাহিত্য- মন্দির
[বসুমতী কর্পোরেশন লিমিটেড] ১৬৬, বিপিন বিহারী গাঙ্গুলী ষ্ট্রীট, কলিকাতা-৭০০০১২
বসুমতী কর্পোরেশন লিমিটেড ১৬৬, বিপিন বিহারী গাঙ্গুলী ষ্ট্রীট কলিকাতা – ৭০০০১২
মূল্য – ৫০০ টাকা
শ্রীমণীন্দ্রলাল দত্ত কর্তৃক বসুমতী প্রেস হুইতে
মুদ্রিত ও প্রকাশিত