এই বইয়ে যেসব প্রশ্ন আলোচিত হয়েছে সেগুলি হল : সাম্রাজ্যবাদ, সামাজিক-সাম্রাজ্যবাদ, আমলা-মুৎসুদ্দি পুঁজিবাদ ও সামন্ত- বাদের (চলতি কথায়, ‘চার পাহাড়ে’র) জোট বনাম জনগণ ব’লে কোনো প্রধান দ্বন্দ্ব হতে পারে কি ? কিংবা সামাজিক-সাম্রাজ্যবাদ ও তার ভারতীয় পদলেহীর৷ বনাম ভারতীয় জনগণ ব’লে কোনো প্রধান দ্বন্দ্ব ? এমন কি ও দুটো কি আদৌ কোনো সত্যিকারের দ্বন্দ্ব? উপরন্তু কোনো দ্বন্দ্ব মৌলিক না হয়েও কি প্রধান হতে পারে ? অথচ তা যদি না-ই পারে তবে পুঁজিবাদী সমাজে জাতীয় দ্বন্দ্ব মৌলিক না হয়েও কোনো কোনো অবস্থায় প্রধান হয় কেমন ক’রে? ভারতীয় বিপ্লবে সংগ্রামের প্রধান বিন্যাস ‘চার পাহাড়ে’র জোট বনাম জনগণ ব’লে কি প্রধান দ্বন্দ্বও ওই জোট-বনাম-জনগণ ? নাকি ঠিক সেই কারণেই প্রধান দ্বন্দ্ব সামন্তবাদ-বনাম- জনগণ ? ‘চার পাহাড়ে’র মধ্যে কেন সাম্রাজ্যবাদ প্রধান শক্তি ও সামন্ত- বাদ অপ্রধান ? কিন্তু তবু ‘চার পাহাড়’ উৎখাত করতে গেলে কেন কেবল সামন্তবাদকেই প্রধান লক্ষ্যবস্তুরূপে নেওয়া যায়, সাম্রাজ্যবাদকে নয় ? সাম্রাজ্যবাদ প্রধান লক্ষ্যবস্তু হলে ‘চার পাহাড়’ উৎখাতের সংগ্রাম ও কৃষি- বিপ্লব স্থগিত থাকতে বাধ্য কেন ? আধা-ঔপনিবেশিক আধা-সামন্তবাদী সমাজে সাম্রাজ্যবাদ বাহ্যিক না আভ্যন্তরীণ শক্তি ? মুৎসুদ্দি বুর্জোয়াকে কিভাবে সনাক্ত করা যায় ? ভারতীয় মুৎসুদ্দি বুর্জোয়াশ্রেণীতে মার্কিনপন্থী/ রুশপন্থী ভাগ কি সত্য নয় ? তা সত্য হলেই কি মার্কিনপন্থী অংশের সঙ্গে যুক্তফ্রন্ট করতে হবে ? শাসকশ্রেণীর একাংশের সঙ্গে যুক্তফ্রন্ট গড়ার সংগ্রাম কখন শুরু করা যায় ? তা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কি শাসকশ্রেণীর ওই অংশকে উৎখাত করার সংগ্রাম বন্ধ হয়ে যায় ? আধা-উপনিবেশে জাতীয় দ্বন্দ্ব প্রধান হওয়ার ফলে যুক্তফ্রন্ট বাস্তবায়িত হয়, নাকি যুক্তফ্রন্ট বাস্তবায়িত হওয়ার কলে জাতীয় দ্বন্দ্ব প্রধান হয় ? উপনিবেশে এ ব্যাপারটা আধা-উপনিবেশের উল্টো কেন ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের কমিউনিস্ট পার্টির ফ্যাসীবিরোধী যুক্তফ্রন্ট কৌশলে ভুলটা ঠিক কোথায় ছিল ? প্রধান দ্বন্দ্ব কেন একাধিক হতে পারে না? তা কিভাবে অপ্রধান দ্বন্দ্বগুলিকে নির্ধারণ করে ? মৌলিক দ্বন্দ্ব, মুখ্য (major) দ্বন্দ্ব ও প্রধান…
ভারতবর্ষে মার্কসবাদ-লেনিনবাদের কয়েকটি জরুরী সমস্যা
সুব্রত বল
BHARATBAR SHE MARXBAD-LE NIN BADER KAYEKTI JARURI SAMASYA
by Subrata Ball
© গ্রন্থকার
প্রথম প্রকাশ : মে ১৯৮৩
প্রকাশক : ইন্দ্রনাথ মজুমদার
সুবর্ণরেখা
৭৩ মহাত্মা গান্ধি রোড, কলকাতা ৯
মুদ্রক : জুৰিলী প্রিন্টার্স
১২ অখিল মিস্ত্রি লেন, কলকাতা ৯
প্রচ্ছদ : বিমল কুমা
দাম : বারো টাকা