দ্বিতীয় খণ্ডের ভূমিকা
বিগত দেড় বছর ধরে প্রতি শনিবার সরোজদা (সরোজ মুখোপাধ্যায়) অতীতের কথা “গণশক্তি”র জন্য লিখে দিয়েছেন। এই আশিটি অধ্যায়ে ১৯৪২ সালের জুলাই মাস থেকে ১৯৪৭ সালের আগস্ট মাস পর্যন্ত পাঁচ বছরের মুখ্য ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে। এই পাঁচটি বছর ছিল ভারতের রাজনীতিতে অতিশয় গুরুত্বপূর্ণ। রক্তক্ষয়ী গণসংগ্রামে উত্তাল ভারতবর্ষে এই সময় ব্রিটিশ ঔপনিবেশিকতাবাদীদের রাজনীতির কূটনীতির চরম প্রকাশ ঘটে। হিন্দু-মুসলমান ধর্মের ভিত্তিতে দেশবিভাগের সুযোগ ব্রিটিশ শাসকরা ব্যবহার করতে ছাড়ে নি। নিষ্ঠুর, নির্দয় অপকৌশল প্রয়োগ করে ব্রিটিশের চক্রান্তে সারা ভারতের বিভিন্ন এলাকায় শহরে-গ্রামে সাম্প্রদায়িক দাঙ্গার বীভৎস রূপ দেখে দুনিয়ার গণতান্ত্রিক মানুষ শিউরে উঠেছিল।
প্রথম খণ্ডে পনের বছরের ঘটনাবলী বিবৃত হয়েছে। আর দ্বিতীয় খণ্ডে স্বাধীনতা অর্জনের পূর্বের ঘটনাবহুল পাঁচটি বছরের ইতিহাস বর্ণিত হয়েছে। তদানীন্তন রাজনৈতিক পরিস্হিতির পটভূমিতে কমিউনিস্ট পার্টি, জাতীয় কংগ্রেস, মুসলীম লীগ, বিভিন্ন বামপন্হী ও রাজনৈতিক দলের নীতি ও কর্মতৎপরতাও এইসব অধ্যায়ের মধ্যে রয়েছে। একটা সামগ্রিক রাজনৈতিক চিত্র পাঠক-পাঠিকাদের কাছে সংক্ষেপে উপস্হিত করার বৈশিষ্ট্য এই লেখাগুলির মধ্যে পরিস্ফুট।
সর্বস্তরের মানুষের কাছে এই পুস্তকের মূল্য অসীম এই বিবেচনায় দ্বিতীয় খণ্ড প্রকাশ করা হলো। এই লেখাগুলির রাজনৈতিক গুরুত্ব বুঝে আমরা প্রথম খণ্ডটি গণশক্তি দপ্তর থেকেই প্রকাশ করেছিলাম। পরে বহু পাঠক-পাঠিকার পুস্তকখানির উপযোগিতা ও প্রশংসনীয় লেখনভঙ্গী সম্পর্কে চিঠিপত্র পেয়েছি। এই দ্বিতীয় খণ্ডটি মার্কসবাদী ও প্রগতিশীল প্রকাশনা প্রতিষ্ঠান ন্যাশনাল বুক এজেন্সি প্রকাশ করতে চাওয়ায় আমরা খুবই খুশি হয়েছি।
বহু পাঠক-পাঠিকা আমার কাছে অনুরোধ জানিয়ে পত্র দিয়েছেন – এর পরেও যেন শনিবারের এই ফিচারটি বন্ধ করা না হয়। আমিও শ্রদ্ধেয় সরোজ মুখোপাধ্যায়কে এই অনুরোধ জানিয়ে রাখছি।
গণশক্তি দপ্তর
মুজফ্ফর আহমদ ভবন, কলকাতা-১৬
অনিল বিশ্বাস
ভারতের কমিউনিস্ট পার্টি ও আমরা
দ্বিতীয় খণ্ড (১৯৪২-১৯৪৭)
সরোজ মুখোপাধ্যায়
ন্যাশনাল বুক এজেন্সি
সেপ্টেম্বর ১৯৮৬
Bharater Communist Party O Amara
Saroj Mukhopadhyay
প্রকাশক : সলিল কুমার গাঙ্গুলি
ন্যাশনাল বুক এজেন্সি প্রাঃ লিঃ
১২ বঙ্কিম চাটার্জী স্ট্রীট, কলকাতা-৭০০০৭৩
মুদ্রক : সমীর দাসগুপ্ত
গণশক্তি প্রিন্টার্স প্রাঃ লিঃ ৩৩, আলিমুদ্দীন স্ট্রীট
কলকাতা-৭০০০১৬
প্রচ্ছদঃ শ্রী গণেশ বসু
দাম: চল্লিশ টাকা