গণশক্তি পত্রিকায় কয়েকটি নিয়মিত ফিচার (বিশেষ রচনা) প্রকাশ করার পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা অনুসারে বিভিন্ন লেখককে বিভিন্ন দায়িত্ব বন্টনের প্রস্তাব হয়। সে কাজ আমাদের চলছে।
অতীতের কথা লেখার উদ্দেশ্য হিসাবে সেই পরিকল্পনায় বলা হয়েছিল : উদ্দেশ্য – অতীতের কথা বর্তমানের মাঝে ফেলে দেওয়া। তার সাফল্য-ব্যর্থতা ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন পথ কেটে বের হবে বর্তমান, এতে করে বর্তমানের ভিত্তি হবে লৌহদৃঢ়। আর তার উপর দাঁড়িয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার পথ সুগম হবার সাহায্য হবে।
–
আরো বলা হয়েছিল – ব্যক্তি, সংবাদ, আন্দোলন-সংগঠন সবাই মিলেমিশে কাহিনী হবে। পড়তে যেন ভাল লাগে। ঘুরে-ফিরে ব্যক্তিরা নিশ্চয়ই আসবেন। যে সব ব্যক্তি আমাদের দল ছেড়ে গেছেন যদি সেদিন তাঁদের ভূমিকা উল্লেখযোগ্য হয়ে থাকে তবে তাঁরাও কাহিনীতে আসবেন। ইতিহাস বিকৃত করার আমরা ঘোরতর বিরোধী। যদি ঘটনায় বা তারিখে অথবা অন্য কোন ধরনের ভুলভ্রান্তি লেখায় ঘটে তাহলে যিনি বা যাঁরা তা সংশোধন করে দেবেন তাঁদের বক্তব্যও এই সঙ্গে প্রকাশ করা হবে।
সরোজদা অর্থাৎ সরোজ মুখোপাধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি গড়ার বিষয়ে অতীতের ঘটনা লিখছেন। সে লেখার একটা যুগ অর্থাৎ ভারতের কমিউনিস্ট পার্টির সম্পূর্ণ বেআইনীভাবে কাজ করার যুগটা শেষ হল। এই অংশটা আমরা প্রথম খন্ড হিসাবে প্রকাশ করছি।
সরোজ মুখোপাধ্যায় প্রথমেই বলেছিলেন – তাঁর নিজের স্মৃতি থেকে এবং তাঁর কাছে যেসব দলিল ও কাগজপত্র আছে তার ভিত্তিতে লিখছেন। ভারতের কমিউনিস্ট পার্টি গঠনের প্রথম যুগটায় যাদের অবদান অর্থাৎ ১৯২০ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত যাঁরা পার্টি গড়েছেন, শ্রমিক-কৃষক আন্দোলন করেছেন তাঁদের কথা ও ঘটনাবলী কমরেড মুজফ্ফর আহমদ রচিত বিখ্যাত পুস্তক “আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি”-তে মোটামুটি পাওয়া যায়। তার পরবর্তী যুগের তথ্য ও ঘটনাবলী এই লেখার মধ্যে যথাসাধ্য পরিবেশন করার চেষ্টা করা হয়েছে। অসংখ্য বিপ্লবী, শ্রমিক, কৃষক, নরনারী, ছাত্র-যুবকের অম্লান্ত পরিশ্রমে ও অসীম ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে ভারতের কমিউনিস্ট সংগঠন ও আন্দোলন গড়ে উঠেছে। যথাসম্ভব এইসব নেতা ও কর্মীর নাম সংগ্রহ করার জন্য সরোজদা সকলের কাছে আবেদন জানিয়েছিলেন – যার কাছে যা তথ্য জানা আছে বা দলিলপত্র আছে তা আমাদের দপ্তরে পাঠিয়ে দিন। যা পাওয়া গেছে তা সবই তিনি ব্যবহার করেছেন। সেই কারণেই তিনি নাম দিয়েছেন – “ভারতের কমিউনিস্ট পার্টি ও আমরা”। “আমরা সবাই” যেন লেখার মধ্যে উপস্হিত থাকতে পারি তার চেষ্টা করেছেন তিনি। এই পুস্তকের পঞ্চাশটি অধ্যায়ের পরিশিষ্টে যথাসম্ভব অন্যান্যদের বক্তব্যগুলিও প্রকাশ করা হয়েছে।
কিছু কিছু ত্রুটি-বিচ্যুতি থাকা স্বাভাবিক। এগুলি আমরা অন্যদের সাহায্যে পরবর্তী সংস্করণে সংশোধন করতে পারব।
আমার দৃঢ় বিশ্বাস, যে আশা ও উদ্দেশ্য নিয়ে এই পুস্তক লেখা হয়েছে ও প্রকাশ করা হল তা সফল হবে।
গণশক্তি পত্রিকা দপ্তর
১লা এপ্রিল ১৯৮৫
অনিল বিশ্বাস
ভারতের কমিউনিস্ট পার্টি ও আমরা
প্রথম খন্ড (১৯৩০-৪১)
সরোজ মুখোপাধ্যায়
প্রথম প্রকাশ: ১লা মে ১৯৮৫
দ্বিতীয় পরিবর্তিত ও পরিমার্জিত মুদ্রণ : মার্চ ১৯৮৯
প্রকাশক : সলিল কুমার গাঙ্গুলি
ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিঃ ১২ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রীট
কলকাতা ৭০০০৯৩
মুদ্রক : সমীর দাশগুপ্ত
গণশক্তি প্রিন্টার্স প্রাইভেট লিঃ ৩৩ আলিমুদ্দিন স্ট্রীট
কলকাতা ৭০০০২৬
প্রচ্ছদ :- গণেশ বসু
দাম : ত্রিশ টাকা