বিগত দুই দশকে দেশে বিদেশে কষক আন্দোলন নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। বোধহয় বলা চলে ইতিহাসের প্রাঙ্গণে কৃষকের প্রত্যাবর্তন ঘটেছে। ১৯৮২ সালে প্রকাশিত ভারতের কৃষক আন্দোলন সম্বন্ধে আমার ইংরাজীতে লেখা বই-এর প্রথম সংস্করণ প্রায় তিন বছরের মধ্যে নিঃশেষিত হয়। বইটির হিন্দি সংস্করণ প্রকাশিত হয়েছে ১৯৮৮ সালে। কৃষক সভার কিছ, কর্মী এবং কয়েকজন বন্ধ, একটি বাঙলা বই লিখতে বলেন। আশ্চর্যের বিষয় ভারতের কৃষক আন্দোলন সম্বন্ধে কোন বই অদ্যাবধি বাঙলা ভাষায় প্রকাশিত হয়নি; শঙ্খ, বাঙলার কষেক আন্দোলন নিয়ে লেখা কিছ বই এবং প্রবন্ধ দেখেছি। যতদূর জানি ভারতের কৃষক আন্দোলনের ধারাবাহিক বিবরণী এবং কৃষক আন্দোলনের তত্ত নিয়ে আলোচনা এই বইতে প্রথম প্রকাশিত হল। আমার মনে হয়, কৃষক আন্দোলনের তত্ত্ব সম্বন্ধে সাধারণ জ্ঞান উৎসাহী পাঠকের থাকা উচিত। শেষ অধ্যায়ে বিশিষ্ট সমাজ বিজ্ঞানীদের এই বিষয়ে মতামত আলোচিত হয়েছে। বইকে তথ্যনির্ভর করবার চেষ্টা করেছি আমার সাধ্যাননুযায়ী।
এই বই লিখতে অনেকের কাছে সাহায্য পেয়েছি। কিছ দুষ্প্রাপ্য বই দিয়ে সাহায্য করেছেন শ্রীবিনয় চৌধুরী। বিভিন্ন সময়ে কৃষক আন্দোলনের তত্ত নিয়ে আলোচনা করেছি এ্যালান মলি, বিনয় চৌধুরী, অশোক মজুমদার, চিত্তব্রত পালিত এবং আমার পরনো সহকর্মী কল্যাণ সেনগুপ্তের সঙ্গে। আমার ইংরাজী বই অনুসরণ করে প্রথম চারটি অধ্যায়ের পাণ্ডুলিপি তৈরি করেছেন আমার ছাত্র দীপঙ্কর ভট্টাচার্য। আমি তখন অসুস্থ। দীপঙ্করের সাহায্য না পেলে এই বই লেখা হত না ৷ তথ্য সংগ্রহে সাহায্য করেছেন দীপক আইচ, গৌতম দে এবং দীপক সামন্ত। তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার ছাত্রদের, যাদের ভালবাসা আমার জীবনের সম্পদ।
তরণে প্রকাশক সত্য চ্যাটার্জি এই বই প্রকাশ করে আমার কৃতজ্ঞতাভাজন হয়েছেন।
কলিকাতা, ১লা মে ১৯৯০
সুনীল সেন
ভারতের কৃষক আন্দোলন
ডঃ সুনীল সেন
চ্যাটার্জী পাবলিশার, কলিকাতা-৪১
প্রথম সংস্করণ : ১লা মে, ১৯৯০
প্রচ্ছদ: খোকন লাহা
{চ্যাটার্জী পাবলিশারের পক্ষে ৪৯/এ, ব্যানার্জী পাড়া রোড, কলিকাতা-৭০০০৪১ থেকে সত্য চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত এবং সত্যনারায়ণ প্রেস, ১ রমাপ্রসাদ রায় লেন কলিকাতা ৭০০০১৬ থেকে তৎকর্তৃক মুদ্রিত।}
মূল্য : ৪০০০