কোনো দুটো ঐতিহাসিক ঘটনা বিচার করে যদি প্রশ্ন করেন, তাদের ভিতরে সাদৃশ্য এবং বৈসদৃশ্য আছে কি নেই, উত্তরটা সব সময়ই হবে ঃ আছে এবং নেই। বিশদ বিবরণের কোনো একটা যথেষ্ট সংক্ষা পর্যায়ে থাকবে বৈসাদৃশ্যে আবার যথেষ্ট বিমতে— কোনো পর্যায়ে থাকবে সাদৃশ্য। মধ্য আমেরিকা এবং ভিয়েতনাম এই দুটি বিষয় বিচারে আমার প্রশ্ন : যে স্তরে সাদৃশ্যে আসলে সে স্তরের তাৎপর্য রয়েছে কি না। আমার মনে হয় তাৎপর্য’ রয়েছে।
যে স্তরে সাদৃশ্য, সে স্তরে আমরা বিচার করি, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ, তার ফলাফল এবং বিশেষ করে আমরা বিচার করি দেশীয় প্রতিষ্ঠানগাগুলিতে এ হস্তক্ষেপের উৎস । আমার মনে হয় আলোচনার এই স্তরে আমরা প্রচুর সাদৃশ্যে দেখতে পাব, মূলে সাদৃশ্যে- গুলি হ’ল :–
১) যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছিল তাৎপর্যপূর্ণ এবং চড়ান্ত ;
২) হস্তক্ষেপের ফলাফল ছিল ভয়ংকর ;
৩) এ হস্তক্ষেপের মূল নিহিত রয়েছে বিশ্বরাজনীতি সম্পর্কীয় একটা স্থির ধারণায়। সে ধারণার পরিবর্তন হয় নি বহুকাল । যক্তেরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিতে সে ধারণা প্রোথিত রয়েছে অনেকদিন ।
এই অল্প সময়ে আমি যে ছবি আঁকতে চাই আমার মনে হয় পূর্ণাঙ্গ তদন্ত হলে সে ছবিই প্রকাশ পাবে। বিশ্ব রাজনীতি সম্পৰ্কীয় কিছু, বক্তব্য দিয়ে আমি সরা করব। আমি বলতে চাই, বিশ্বরাজনীতি সম্পর্কীয় এই ধারণা যদি আপনি না বোঝেন তাহলে পৃথিবীতে কি ঘটছে তা বোঝার সম্ভাবনা আপনার বেশ অল্প। অন্যদিকে ব্যাপারটা যদি আপনি সত্যিই বোঝেন অনেকগুলো জিনিষ তাহলে ছকে পড়ে যাবে । এমন কি ভাল ভবিষ্যৎ বক্তা হিসাবে হয়ত নামও করতে পারেন, তারপর আমি বিচার করব : বিশ্বরাজনীতি সম্পর্কীয় এই ধারণা ভিয়েতনামের ক্ষেত্রে কি ফল প্রসব করেছে এবং আজকের দিনে অথবা সম্ভাব্য ভবিষ্যতে মধ্য আমেরিকার পক্ষেই বা তার ভবিষ্যৎ কি?
এ কাজ করার আগে তথাকথিত সরকারী দৃষ্টিভঙ্গী কিংবা আর একটু কম সদয়- ভাবে বললে যাকে বলা যায় দলীয় নীতি তার বিরদ্ধে আমি এ তথ্যকে প্রতিস্থাপন করতে চেষ্টা করব। সে তথ্য এসব বিষয়ের ব্যাখ্যাকে খুব বেশী রকম প্রভাবিত করে।…
মধ্য আমেরিকা ও ভিয়েতনামে হস্তক্ষেপঃ মিল ও অমিল
নোয়াম চমস্কি
ভাষান্তর : অমিতাভ রায়
সম্পাদনাঃ শত্রুজিৎ দাশগুপ্ত সতুবদ্যি
বাউলমন প্রকাশন ২৮, বালিগঞ্জ গার্ডেন্স
কলিকাতা – ৭০০ ০১৯
প্রকাশক : দেবব্রত ভট্টাচার্য
ৰাউলমন প্রকাশন
২৮, বালিগঞ্জ গার্ডেন্স, কলিকাতা : ৭০০০১৯
প্রথম প্রকাশ : এই অগ্রহায়ণ, ১৩৯০
প্রচ্ছদ : সমীর ঘোষ
মুদ্রক : টি. ঘোষ
লিপিমালী প্রেস
২জি, নিলমণি মিত্র রো কলিকাতা-৭০০০০২
বিনিময় : চার টাকা