দীর্ঘ ব্যবধানের পর ‘মানবধর্ম ও বাংলা কাব্যে মধ্যযুগ’ গ্রন্থের দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হলো। পাঠক সম্প্রদায়ের আত্যন্তিক চাহিদা এবং প্রকাশকদের আন্তরিক সদিচ্ছা সত্ত্বেও নানা অপরিহার্য কারণে মদ্রণের কাজ ত্বরান্বিত করা সম্ভব হয়নি। ছাপাখানা ও বই-এর বাজারের সঙ্গে পরিচিত ব্যক্তিমাত্রই তা সহজে অনুভব করতে পারবেন
দ্বিতীয় মুদ্রণ অংশত পরিমার্জিত, পরিবর্জিত এবং পরিবর্ধিত হয়েছে, হওয়া স্বাভাবিক। অবশ্য, মূল যুক্তি-কাঠামো এবং দৃষ্টিমার্গের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা হয়েছে, তা বলাই বাহুল্য। কিন্তু, তা সত্ত্বেও কিছু কিছু ত্রুটি— যথা, কোন কোন অংশে যুক্তি-বিন্যাসের দুর্বলতা, কোথাও সমাজপরিবেশের সঙ্গে সাহিত্যের অন্তর-গূঢ় সম্পর্ক নিরূপণের অভাব অথবা অতিশয়তা – আমার দৃষ্টিগোচর হয়নি, এমন নয়। সেগুলো সংশোধনের কোন চেষ্টা করিনি। কারণ, নয় বৎসর পূর্বে যে অনুপ্রেরণা, উৎসাহ ও রসানুভূতি এই গ্রন্থ রচনার মানসভূমি তৈরী করেছিল, আজ তা আর নেই। বর্তমান কালে রচিত হলে এই আলোচনাকে বলিষ্ঠতর যুক্তি, তথ্য ও দর্শনচিন্তার ওপর প্রতিষ্ঠিত করা যেতে পারত; সেক্ষেত্রে এর রূপই সম্ভবত বদলে যেত। কিন্তু নতুন করে গ্রন্থ রচনা সম্ভব নয় বলেই এর মৌলিক কাঠামোকে অপরিবর্তিত রাখা হলো।
সংশোধনকালে আরও একটি গুরুতর এবং উল্লেখযোগ্য বিষয়ের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে ; গ্রন্থের প্রথম সংস্করণ প্রকাশিত হওয়ার অব্যবহিত পরমুহূর্তে একজন সহৃদয় গুণগ্রাহী পাঠক এ বিষয়টি সম্পর্কে আমাকে সজাগ সতর্ক করেছিলেন। তা হলো, গ্রন্থের মধ্যে কোথাও কোন অধ্যায়ে ‘মানবধর্ম’ শব্দটি ব্যাখ্যাত হয়নি বা গ্রন্থের নামকরণে এ শব্দটির ব্যবহার দ্বারা গ্রন্থকার কি বোঝাতে চেয়েছেন আলোচনায় তা পরিস্ফুট নয়। তাতে জিজ্ঞাস্থ তত্ত্বসন্ধানী পাঠক অতৃপ্ত থাকতে পারেন। বিষয়টির গুরুত্ব সম্পর্কে আমার মনে কোন সন্দেহ নেই, এবং • স্নেই দিক থেকে প্রথম সংস্করণের একটি বিশ্লেষণী ভূমিকার অতিশয় প্রয়োজন ছিল। সে সময়কার ভুল সংশোধনের কোন উপায় নেই এখন, যেমন উপায় নেই সে-কালীন মানস-পরিবেশে পুনঃ অধিষ্ঠিত হওয়া৷
যতদূর মনে হয়, ‘মানবধর্ম’-কে একটা বিশিষ্ট জীবন-দর্শনরূপে গ্রহণ করে প্রাচীন…
মানবধর্ম ও বাংলাকাব্যে মধ্যযুগ
অরবিন্দ পোদ্দার
উচ্চারণ
২/১ শ্যামাচরণ দে ষ্ট্রীট কলিকাতা- ৭০০ ০৭৩
MANABDHARMA O BANGLA KAVYE MADHYAYUGA
প্ৰথম প্ৰকাশ / কার্তিক ১৩৪৯ / অক্টোবর ১৯৫২
পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ / আশ্বিন ১৩৬৫ / অক্টোবর ১৯৫৮
তৃতীয় মূদ্রণ / শ্রাবণ ১৩৮৮ / জুলাই ১৯৮১
প্রকাশক : রণজিৎকুমার দেব
উচ্চারণ, ২/১ শ্যামাচরণ দে স্ট্রীট, কলিকাতা-७
মুদ্রক : ব্যানার্জী প্রিন্টার্স কর্নার প্রাঃ লিমিটেড
১ গঙ্গাধরবাবু লেন কলিকাতা-১২
প্রচ্ছদশিল্পী : মলয়শঙ্কর দাশগুপ্ত
মূল্য: ২৫.০০