কার্ল মার্কস এবং মার্কসবাদ
১৮১৮ সালের ৫ই মে প্রাশিয়ার রাইন প্রদেশে ট্রিয়ের শহরে এক আইনজীবী পরিবারে কার্ল মার্কস জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন এডভোকেট। ১৮৩০-১৮৩৫ সাল পর্যন্ত মার্কস ট্রিয়ের শহরের জিমনাসিয়ামে পড়াশুনো করেন- এরপর প্রথমে বন ও পরে বার্লিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনে আইনশাস্ত্রের সঙ্গে বিশেষভাবে তিনি ইতিহাস ও দর্শন অধ্যয়ন করেন। ১৮৪১ সালের এপ্রিল মাসে মার্কস জেন৷ বিশ্ববিদ্যালয়ে এপিকিউরাসের দর্শন সম্বন্ধে বিতর্ক-মূলক প্রবন্ধ পেশ করে ডক্টর অব ফিলসফি উপাধি লাভ করেন।
মার্কসের ইচ্ছে ছিল পড়াশুনো শেষ করে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ গ্রহণ করবেন। কিন্তু সরকারের প্রতিক্রিয়াশীল নীতির ফলে তাঁর সে ইচ্ছে পূর্ণ হল না। ১৮৪২ সালের অক্টোবর মাসে মার্কস সরকার ‘বিরোধী ‘রাইনিশে সাইতুং’ পত্রিকার প্রধান সম্পাদক হয়ে বন থেকে কলোনে চলে আসেন। তাঁর সম্পাদনায় পত্রিকার বিপ্লবী গণতান্ত্রিক প্রবণতা উত্তরোত্তর স্পষ্ট হয়। পত্রিকাটির ব্যাপক প্রভাবে প্রাশিয়ার সরকার আতঙ্কিত হয় এবং সেন্সার ব্যবস্থা আরো কড়া করে। বাধ্য হয়ে, ১৮৪৩ সালের ১লা এপ্রিল মার্কস সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন এবং বিদেশে গিয়ে বিপ্লবী পত্রিকা প্রকাশ করে জার্মানীতে পাঠাতে মনস্থ করেন।
জার্মান ত্যাগের প্রাক্কালে মার্কস • বাল্যবান্ধবী জেনি ফন ভেস্তফালেনকে বিবাহ করেন। ১৮৪৩ সালে মার্কস প্যারিসে চলে…
একনজরে মার্কস থেকে মাও-সে-তুঙ (কোটেশন)
সম্পাদনা : দিলীপ মজুমদার
বিশ্ববাণী প্রকাশনী ॥ কলকাতা-১
প্ৰথম প্ৰকাশ : অক্ষয় তৃতীয়া, ১৩১১
যে, ১১৮৪
প্ৰকাশক : রুদ্রকিশোর মণ্ডল
বিশ্ববাণী প্রকাশনী
৭১।১ বি, মহাত্মা গান্ধী রোড
কলকাতা-১
মুদ্রক : কৃষ্ণা রায়
তারা মুদ্রণ
২৫।এ, আচার্য প্রফুল্ল চন্দ্র রোড
কলকাতা-৬
প্রচ্ছদ শিল্পী : বাবলু বর্মন
দাম : পনেরো টাকা