মার্ক্সীয় দর্শনের প্রথম সংস্করণ বাহির হয় ১৯৪৩ সালের জানুয়ারী মাসে। তখন বইখানি বাহির হইয়াছিল কোনরূপ ভূমিকা না করিয়াই। লেখক কিম্বা প্ৰকাশক কেহই তখন বইখানির উপযোগিতা সম্বন্ধে নিশ্চিত ছিলেন না।
অপরিচিত বিষয়, অনভিজ্ঞ লেখক এবং বাংলা ভাষায় দর্শন-বিজ্ঞান সহজবোধ্য ভাবে আলোচনা করার অসুবিধা — এই সব নানা কারণে লেখক বা প্রকাশক কেহই ভরসা করেন নাই যে, বাঙ্গালী পাঠকমহলে বইখানি সমাদর লাভ করিবে।
ইহা ছাড়া আত্ম-সমালোচনায় বইখানির কতকগুলি ছোট এবং বড় ত্রুটি লেখকের নিজের কাছেও অপ্রীতিকর মনে হইয়াছিল। সেইজন্য বইখানি খুব সঙ্কোচের সঙ্গেই বাহির করা হয়।
প্রায় সাড়ে চার বৎসর পরে দ্বিতীয় সংস্করণ বাহির হইতেছে। ইতি- মধ্যে রাজনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে অনেক পরিবর্তন হইয়াছে। কোনো কোনো শ্রেণীর মধ্যে মার্ক্সবাদ সম্পর্কে বিরোধী মনোভাব যেমন প্রবল – হইয়াছে, তেমনি মার্ক্স বাদের প্রতি অনুরাগীর সংখ্যাও বাড়িয়াছে। প্রথম সংস্করণ বাহির করিবার সময় যে সঙ্কোচ ছিল এখন তাহা অনেক পরিমাণে কাটিয়া গিয়াছে। মার্ক্স বাদী সাহিত্য এখন বাংলাভাষায় বিশিষ্ট একটী স্থান অধিকার করিয়াছে। চার পাঁচ বৎসর পূর্ব্বে যে বিষয় অপরিচিত বা স্বল্প পরিচিত ছিল তাহা এখন বাঙ্গালী পাঠক মহলে প্রায় নিত্যকার আলোচনার বিষয় হইয়াছে। এই নূতন ঐতিহ্য গড়িয়া তোলার কৃতিত্ব…
মার্ক্সীয় দর্শন
সরোজ আচার্য
পুথিঘর
কর্ণওয়ালিস ষ্ট্রীট, কলিকাতা
নওরোজ কিতাবিস্তান
বাংলা বাজার, ঢাকা
প্রথম প্রকাশ : জানুয়ারী, ১৯৪৩
পরিবর্ধিত সংস্করণ : আগষ্ট, ১৯৪৭
মূল্য : পাঁচ টাকা
গণশক্তি প্রেস, ৮-ই ডেকার্স লেন, কলিকাতা হইতে কালীপদ চৌধুরী কর্তৃক মুদ্রিত ও ২২, কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা, পুথিঘরের পক্ষ
হইতে সতীশ রায় কর্তৃক প্রকাশিত।