অনুশীলন সমিতি থেকে বিপ্লবী সমাজতন্ত্রী দল। ফরিদপুরের এককালের প্রখ্যাত রাজনৈতিক নেতা তারাপদ লাহিড়ী বৃটিশ আমলে দীর্ঘদিন কারাগারে কাটিয়েছেন। ভাল ছাত্র হিসেবে সুনাম ছিল। খ্যাতিলাভ করেছিলেন আইনজীবী হিসেবে। উচ্ছল সাফল্যের স্বাক্ষর রেখেছেন মার্কসবাদী তাত্ত্বিক হিসেবে। প্রাচের সামাজিক প্রেক্ষাপটে মার্কসবাদের ব্যাখ্যা ও বিশ্লেষণে তিনি অনন্য।
এ বইয়ের ভূমিকা লিখতে গিয়ে তিনি বলেছেন
… আধুনিক পৃথিবীতে মার্কসবাদ রাজনীতি- সচেতন ব্যক্তিদের মধ্যে সর্বাধিক আলোচিত বিষয়। মার্কসবাদের তত্ত্ব ও সিদ্ধান্তগুলো একদিকে যেমন সুদৃঢ় বৈজ্ঞানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত অন্যদিকে তেমনি দুরূহ মার্কসীয় মতবাদের দূরূহতার ফলে তার প্রয়োগ পদ্ধতি নিয়ে নানা বিভ্রান্তি ঘটে থাকে। ধারা নিজেদের মার্কসবাদী বলে থাকেন তাঁদের মধ্যেও প্রয়োগ ও কর্মকৌশল সম্পর্কে নানা মতবিরোধ দেখা দেয়। মার্কসের তত্ত্ব ও সিদ্ধান্ত সমূহের স্বচ্ছ উপলব্ধির অভাব এ সকল বিভ্রান্তি প্রকাশ পায়। সুতরাং মার্কসীয় মতবাদের তাত্ত্বিক অংশের পঠন-পাঠনের ব্যাপক ব্যবস্থ। হওয়া উচিত। সে উদ্দেশ্যেই এ ক্ষুদ্র পুস্তক প্রণয়- করা হয়েছে।”
এ বইয়ে সামাজিক প্রেক্ষাপটে মার্কসবাদ আলো- চনার লেখক অভূতপূর্ব নৈপুণ্য দেখিয়েছেন। মার্কসবাদী কর্মী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অঙ্গন পর্যন্ত এ পুস্তক সমাদৃত হবে। মার্কসবাদের ছাত্রদের এ পুস্তক অবশ্যপাঠ্য বলে আমি মনে করি।
– নির্মল সেন
ঢাকা
১২.৩.৮২
মার্ক্সীয় দৰ্শন সমাজ বিজ্ঞানের ভূমিকা
শ্রী তারাপদ লাহিড়ী
প্রকাশনায় : এইচ আর. ভূঁইয়া
দর্পণ প্রকাশনী
১৩/এ, সেগুন বাগিচা, ঢাকা
প্রথম মুদ্রণ : মার্চ, ১৯৮২
মূল্য : ষোল টাকা মাত্র
মুদ্রণঃ লালা প্রিন্টিং প্রেস
৪১, নবদ্বীপ বসাক লেন, ঢাকা-১