২৭তম সিপিএসইউ কংগ্রেসের সিদ্ধান্তাবলী এবং পেরেসত্রোইকাকে এগিয়ে নিয়ে যাওয়ার করণীয়সমুহ বাস্তবায়নে অগ্রগতি প্রসঙ্গে
কমরেড ডেলিগেটগণ,
এখন আমাদের সামনে, ১৯তম নিখিল-ইউনিয়ন পার্টি সম্মেলনের প্রতি- নিধিদের সামনে, মূল প্রশ্ন হচ্ছে পার্টির উদ্যোগে ও নেতৃত্বে আমাদের দেশে যে বৈপ্লবিক পুনর্গঠনের কাজ শুরু করা হয়েছে তাকে কিভাবে আরো এগিয়ে নেয়া ও অনিবর্তনীয় করে তোলা যায়।
এই প্রশ্নটি আমাদের জীবন থেকেই উৎসারিত হয়েছে। পার্টির অভ্যন্তরে ও জনগণের মধ্যে তা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আর আমরা এই প্রশ্নের কি উত্তর দিই তার ওপরই নির্ভর করছে সোভিয়েত সমাজ বিকাশের যে নতুন পর্যায়ে প্রবেশ করেছে সেখানে পার্টি রাজনৈতিক অগ্রবাহিনীর ভূমিকা পালন করতে পারবে কিনা ।
আমাদের জীবনের বিগত তিনটি বছরকে একান্ত ন্যায়সঙ্গতভাবেই আমল মোড় পরিবর্তনের সময় হিসাবে বর্ণনা করা যায়। পার্টি ও শ্রমজীবী জনগণ এক অর্থ নৈতিক, সামাজিক ও আত্মিক সংকটের দিকে দেশের ভেসে যাওয়া বন্ধ করতে সক্ষম হয়েছে। সমাজ এখন তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে অধিকতর সচেতন। সুনির্দিষ্ট সামাজিক-অর্থ নৈতিক কর্মসূচিতে রূপান্তরিত পেরেসত্রোইকার নীতি লক্ষ লক্ষ মানুষের বাস্তব কাজে পরিণত হচ্ছে। এটাই হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতির সারকথা।
সমাজ কিভাবে সাড়া দিয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। দেশের আত্মিক তথা সাংস্কৃতিক জীবন অধিকতর বৈচিত্র্যপূর্ণ, আরো আকর্ষণীয় ও সমৃদ্ধ- তর হয়েছে। আগে একপেশেভাবে দেখা হয়েছে কিংবা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে- কার্ল মার্কস ও ভ্লাদিমির লেনিনের এমন অনেক ধ্যান-ধারণা নিয়ে বর্তমানে নতুন করে চিন্তা-ভাবনা করা হচ্ছে। মতান্ধতার বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে বৈজ্ঞানিক ও মানবিক সমাজতন্ত্রের সৃজনশীল চরিত্রকে পুনরুজ্জী- বিত করা হচ্ছে।
জনগণ তাঁদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়েছেন এবং উদাসীনতা ও বিচ্ছিন্নতাবোধ ঝেড়ে ফেলছেন। পরিবর্তনের হাওয়া জনগণের নৈতিক স্বাস্থ্যের উন্নতি ঘটাচ্ছে। গণতন্ত্রায়ন চিন্তা-ভাবনা, আবেগ ও উদ্যোগের এক প্রবল…
মিখাইল গরবাচেভের রিপোর্ট
মিখাইল গরবাচেভ
মক্সো ক্রেমলিনের কংগ্রেস প্রসাদ
২৮ জুন ১৯৮৮
২৭তম সিপিএসইউ কংগ্রেসের সিদ্ধান্তাবলী এবং পেরেসত্রোইকাকে এগিয়ে নিয়ে যাওয়ার করণীয়সমুহ বাস্তবায়নে অগ্রগতি প্রসঙ্গে ১৯তম নিখিল ইউনিয়ন পার্টি সম্মেলনে সিপিএসইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের রিপোর্ট
সোভিয়েত সমাজের গণতন্ত্রায়ন ও রাজনৈতিক ব্যবস্থার
সংস্কার প্রসঙ্গে প্রস্তাব
ক্রোড়পত্র
উদয়ন
আগস্ট ১৯৮৮
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে অবস্থিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র সংঘের দূতাবাসের তথ্য বিভাগের পক্ষে গেন্নাদি আ: সিওমিন কর্ত ক বাড়ি নং ১১, সড়ক নং ৩, ধানমণ্ডি আবাসিক এলাকা, ঢাকা থেকে প্রকাশিত ও তৎকর্তৃক দি পাইওনিয়ার প্রিন্টিং প্রেস লিমিটেড, ২ ডি আই টি এভিনিউ (সম্প্রসারণ), মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা থেকে মুদ্রিত।