যে শতাব্দী শেষ হতে চলেছে তার প্রধানত রাজনৈতিক বৈপ্লবিক ধারায় দেশেদেশান্তরে উপচীয়মান জাতীয় আন্তর্জাতিক লোকায়ত মানবিক অভ্যুদয় ও বিন্যাস উপস্থিত বইটির বিষয়বস্তু। আরও নির্দিষ্ট করে বলা যায়, বাংলাদেশের অভ্যুদয় ও বিশ্বপ্রেক্ষা বইটির বিচার্য। মার্কসীয় লেনিনীয় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীকে অনুসরণ করে দুই দশকের (৭৯ থেকে ৮৮) রচিত লেখা স্বভাবতই সূত্রাকারে উপস্থাপিত। বস্তুগত উপাদানের সমাবেশ ঘটেছে এই কারণে। তবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী এবং নির্দিষ্ট ঐতিহাসিক পরম্পরার বিচার যে মানবীয় মনোজগতকে ওতপ্রোতভাবে সঙ্গে নিয়ে চলে, রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বিপ্লব যে চেতনা ও অনুভবের বৈজ্ঞানিক বিন্যাস ছাড়া এগিয়ে যেতে পারে না, এই সত্য সজ্ঞানে অজ্ঞানে লেখাগুলির মধ্যে জায়গা করে নিয়েছে। সাধারণভাবে ছাড়াও এই কারণে এমন দুয়েকটা বিশেষ লেখা এই সংগ্রহের অন্তর্ভুক্ত হয়েছে, যাদের মধ্যে ভর করেছে কাব্যিক উপকরণ। অর্থাৎ ভাবপ্রাধান্য বা মনোপ্রাধান্য। ঐতিহাসিক গণবৈপ্লবিক কর্মকাণ্ড অথবা প্রয়াসকে কিছুটা হৃদয়গ্রাহী করে আজকের সংবেদনশীল প্রজন্মের বিবেচনার দরবারে হাজির করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে। ভারী কিংবা হাল্কা বস্তুগত ও মনোগত উভয় ধরনের সূত্র ও সংজ্ঞাই যতটা সিদ্ধান্তমূলক, তার চেয়ে বেশি মালমশলা মূলক। অর্থাৎ উপস্থাপিত বক্তব্য নিয়ে খোলা আলোচনার জন্য দাওয়াত দেয়া হচ্ছে পাঠক পাঠিকাকে। লেখাগুলিকে যেভাবে সাজানো হয়েছে তাতে সময়ের পরম্পরা পাওয়া যাবে। দুটি ক্ষেত্রেই। অর্থাৎ বাংলা- দেশের বিপ্লবের সমীক্ষায় এবং সাধারণভাবে জাতীয় ও সমাজতান্ত্রিক বিপ্লবের নিরীক্ষায়। লেখার মধ্যেকার অসম্পূর্ণতা যদি ধরা পড়ে, সেজন্য সন-তারিখকে দায়ী না করে দায়ী করবো দূরদৃষ্টির অভাবকে। দূরদৃষ্টির অভাবটাকে দূর করার জন্য আজ উঠেপড়ে ভাবতে হবে স্বদেশে বিশ্বে নতুন জগৎ গড়ার বিপ্লবে নিয়োজিত সবাইকে। দেশেদেশান্তরে দুটি ধারার ধারকবাহক ও ধারিকাবাহিকারা যে শর্তহীন আত্মসমীক্ষায় ব্রতী হয়েছেন বা হচ্ছেন, তা থেকেই আজ দূরদর্শিতার তাগিদ বড় হয়ে সামনে আসছে। অথবা বলা যায়, এসে গিয়েছে।
সেপ্টেম্বর, ‘৮৮
রণেশ দাশগুপ্ত
মুক্তিধারা
রণেশ দাশগুপ্ত
বাংলাদেশের অভ্যুদয় বিশ্ব প্রেক্ষা
জ্ঞান প্রকাশনী
প্রথম প্রকাশ ফাল্গুন ১৩৯৫
ফেব্রুয়ারি ১৯৮৯
প্রকাশক : মালেকা বেগম
জ্ঞান প্রকাশনী, ১৫ লারমিনি স্ট্রীট, উয়ারি, ঢাকা-১২০৩
প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী
মুদ্রাকর : এম. হক
ক্যাটালগার: মডার্ন টাইপ ফাউণ্ডার্স প্রিন্টার্স এন্ড
পাবলিশার্স লিমিটেড, ২৪৪ নবাবপুর রোড, ঢাকা ১১০০
মূল্য : পঁয়ত্রিশ টাকা