পলাশীর যুদ্ধের পর হইতে ভারতের স্বাধীনতা-পূর্য ডুবিতে আরম্ভ করিয়াছিল । কিন্তু পরাধীন ভারতের চিরবিদ্রোহী জনসাধারণ, ভারতের কৃষক, কোনদিনই বিদেশী ইংরেজ শাসনকে মানিয়া লয় নাই। তাহারা প্রথম হইতেই বারংবার সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ইংরেজ শাসনের উচ্ছেদের প্রয়াস পাইয়াছে। সেই সশস্ত্র বিদ্রোহের কাহিনী লইয়াই গড়িয়া উঠিয়াছে বিদ্রোহী ভারতের এক অমর ইতিহাস।
কিন্তু সেই ইতিহাস আমরা প্রায় ভুলিয়া গিয়াছি। ভারতবাসী যাহাতে সেই বিদ্রোহী ভারতের ইতিহাস ভুলিয়া যায় এবং ইংরেজ প্রভুদিগকেই “ভারতবর্ষের উদ্ধারকর্তা ও সভ্যতার পথপ্রদর্শক”-রূপে বরণ করিয়া লয়, সেই উদ্দেশ্যেই ইংরেজ তাহাদের প্রয়োজনমত এক বিকৃত ইতিহাস রচনা করিয়া গিয়াছেন। সেই বিকৃত ইতিহাসে জনসাধারণের—অগণিত কৃষকের — নিরবচ্ছিন্ন সংগ্রামের নামগন্ধ ও নাই । সেই ইতিহাসে ভারতের চিরবিদ্রোহী কৃষক “ইতিহাসের ভারবাহী গদভ-রূপে” অবহেলিত। সেই গদ ভ-ই যে উহার পৃষ্ঠে চাপানো বৃটিশ সাম্রাজ্যের পর্বত-প্রমাণ ভার আপনাদের একক শক্তিতে বার বার ধূলিসাৎ করিবার চেষ্টা করিয়াছে, ঐ ইতিহাসে তাহা সুকৌশলে প্রচ্ছন্ন রাখা হইয়াছে ।
বিদেশী শাসকগণেরই ব্যবস্থাপনায় সেই বিকৃত ইতিহাস এতকাল আমাদের বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণকে শিক্ষা দেওয়া হইয়াছে এবং আমাদের দেশের কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদিগকে তোতা পাখীর মত মুখস্থ করান হইয়াছে। স্বার্থান্বেষী বিদেশীদিগের পক্ষে ইহা করাই স্বাভারিক। কিন্তু পরিতাপের বিষয়, সেই বিকৃত ইতিহাস আজিও অব্যাহতভাবে চলিতেছে।
বিদেশী ইংরেজদের রচিত ইতিহাসের স্বরূপ উদঘাটিত করিয়া রবীন্দ্রনাথ বলিয়া ছিলেন : “ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দিই, তাহা ভারতবর্ষের নিশীথকালের দুঃস্বপ্ন কাহিনী মাত্র। কোথা হইতে কাহারা আসিল, কাটাকাটি মারামারি পড়িয়া গেল, বাপে ছেলেয়, ভাইয়ে ভাইয়ে সিংহাসন লইয়া টানাটানি চলিতে লাগিল, একদল যদি বা যায়—কোথা হইতে আর এক দল উঠিয়া পড়ে—পাঠান, মোগল, পর্তুগীজ, ফরাসী, ইংরেজ— সকলে মিলিয়া এই স্বপ্নকে উত্তরোত্তর জটিল করিয়া তুলিয়াছে।
“কিন্তু এই রক্তবর্ণে রঞ্জিত পরিবর্তমান স্বপ্নদৃশ্য পটের দ্বারা ভারতবর্ষকে আচ্ছন্ন করিয়া ফেলিলে যথার্থ ভারতবর্ষকে দেখা যায় না। ভারতবাসী কোথায়, এই সকল ইতিহাস তাহার কোন উত্তর দেয় না।
মুক্তি-যুদ্ধে ভারতীয় কৃষক
শ্রীসুপ্রকাশ রায়
ভারতী বুক স্টল
প্রকা শ ক ও পুস্তক বিক্রেতা
৬বি, রমানাথ মজুমদার স্ট্রীট, কলিকাতা – ৯
পরিবর্তিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ : জানুয়ারী ১৯৮৯
মূল্য – ৫০ টাকা মাত্র
৬বি, রমানাথ মজুমদার স্ট্রীট, কলিকাতা – ৯ ভারতী বুক স্টলের পক্ষ হইতে শ্রীপ্রবীর কুমার বারিক কর্তৃক প্রকাশিত এবং এস্ ব্যানার্জী, দি অফসেট প্রসেস ২৪সি, রবীন্দ্র সরনী কলকাতা ৭৩ হইতে মুদ্রিত।
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	