পাক-ভারত উপমহাদ্বীপের দুই প্রধান ধর্মসমাজ হিন্দু ও মুসলমান। সুদীর্ঘকাল পাশাপাশি বসবাস করিয়াও, এই দুই সমাজের মধ্যে যে অন্তরঙ্গতা ও ঘনিষ্ঠতা আশা করা যাইত, দুঃখের বিষয় তাহা হয় নাই। তাহার কতগুলি কারণ আছে, সেগুলি সমস্ত এখানে আলোচ্য নয়। কিন্তু আমি মনে করি, আমাদের ধর্ম সম্বন্ধে পরস্পরের মধ্যে অজ্ঞতা হিন্দু-মুসলমান-মিলনের প্রধান অন্তরায় হইয়াছে। মোগল আমলে পারসী রাজভাষার মাধ্যমে কিছু ‘সমঝোতা’ হইয়ািেছল বটে। কিন্তু ব্রিটিশ শাসনকালে সেই পরিচয়টুকু একরূপ অন্তর্হিত হয়। মুসলমান-সমাজ আরবী-পারসী-রূপ দৃঢ় দুর্গের মধ্যে নিজেদের ধর্ম বিদ্যা রক্ষা করায় হিন্দুসমাজ ইসলাম সম্বন্ধে কতিপয় কুসংস্কার ভিন্ন কোনও বিমল জ্ঞানলাভ করিতে সক্ষম হয় নাই। …
মুসলমান ভক্তবৃন্দের ভগবৎ-নির্ভর
শ্রীঅমরচন্দ্র ভট্টাচার্য
প্রথম প্রকাশ : ১৩৩৪
সংস্করণ : মাঘ ১৩৬১
প্রকাশনা : সাধারণ ব্রাহ্মসমাজ
২১১ কর্নওয়ালিস স্ট্রীট,
কলিকাতা
দাম : এক টাকা